হংকংয়ের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যটা খুব বড় না হলেও টি-টোয়েন্টিতে লড়াইয়ের মতোই ছিল। কিন্তু হাবিবুর রহমান সোহানের দাপুটে ব্যাটিংয়ে সেই লক্ষ্য যেন চোখের পলকেই পেরিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল।
এশিয়া কাপ রাইজিং স্টারসে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান তোলে হংকং। জবাবে মাত্র ১১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আকবর আলীর দল, যেন ম্যাচটা শুরু হওয়ার আগেই শেষ।
সোহানের তাণ্ডব: ৩৫ বলে সেঞ্চুরি, দুটোই বাংলাদেশের দ্রুততম
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ঝড় তোলেন সোহান। হংকংয়ের বোলারদের ওপর রীতিমতো আগুন ঝরানো ব্যাটিং—আর ওপেনিং সঙ্গী জিসান আলম ছিলেন দর্শকের ভূমিকায়।
মাত্র ১৪ বলে ফিফটি—যা স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম হাফসেঞ্চুরি। এরপর আরও ভয়ঙ্কর হয়ে ৩৫ বলে তুলে নিলেন তারও দ্রুততম সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারের এটাই সবচেয়ে দ্রুত তিন অঙ্ক।
আকবর আলীর ব্যাট থেকেও আসে আগ্রাসী ১৩ বলে অপরাজিত ৪১ রান, যা ইনিংসটিকে আরো গতিময় করে তোলে।
পাওয়ারপ্লের ৬ ওভারে বাংলাদেশ ‘এ’ দলের রান ছিল অবিশ্বাস্য ১০৭।
হংকংয়ের লড়াই সত্ত্বেও থামল ব্যাটিং অর্ডার
তার আগে হংকং ভালো শুরু পায়নি। ওপেনার জিসান আলী ৫ বলে ৫ রান করে ফিরলে, আনশি রাথ করেন ১৬ বলে ১৬।
তবে ইনিংসটা লড়াইয়ের পর্যায়ে নিয়ে যান বাবর হায়াত ও ইয়াসিম মুর্তাজা।
বাবর হায়াত: ৪৯ বলে ৬৩
ইয়াসিম মুর্তাজা: ২২ বলে ৪০
শেষদিকে কিনছিত শাহ খেলেন চোখধাঁধানো ৪ বলে ২০ রানের ক্যামিও। কিন্তু তবুও তা যথেষ্ট হয়নি বাংলাদেশের ব্যাটিং ঝড় থামানোর জন্য।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রিপন মন্ডল ও এসএম মেহরব নিয়েছেন দুটি করে উইকেট।
