বাংলাদেশ ক্রিকেটের আইডল মুশফিকুর রহিম ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন উইকেটকিপার এ ব্যাটার। মুশফিকের এই মাইলফলকে তাকে শুভকামনা জানিয়েছেন সাইফ হাসান।

ক্রিকেটের প্রতি মুশফিকের একাগ্রতা নতুন নয়। ৩৮ বছর বয়সী এ ক্রিকেটার এখনো মাঠে আসেন সবার আগে। খেলাটাকে ভালোবাসেন মন থেকে। অনেক ক্রিকেটারের কাছে তিনি অনুপ্রেরণার নাম। সেটা আবারও মনে করিয়ে দিলেন সাইফ।

শততম টেস্টে অপেক্ষায় থাকা মুশফিকের উদ্দেশ্যে সাইফ বলেন, ‘মুশফিক ভাই আমাদের অনেক বড় অনুপ্রেরণা। ওনার জন্য শুভকামনা। মুশফিক ভাইয়ের ভালো একটা শেষের জন্য আমরা দোয়া করি।’

আবুধাবি টি-টেনে দল পেয়েছেন সাইফ। অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে খেলবেন ডানহাতি এ ব্যাটার। আবুধাবিতে যাওয়ার আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের গুরুত্ব জানালেন সাইফ।
তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আপনি দেখতে পারেন আফগানিস্তান টিমের প্রায় সবাই প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আমাদের বেশ কিছু ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রেগুলার হচ্ছে। সো এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা যখন বিভিন্ন কালচারে খেলব, তখন আউটপুট আসবে।’

 

news