আইপিএলের আগামী মৌসুমকে ঘিরে শুরু হয়েছে বড় ধরনের প্রস্তুতি। ১৫ই নভেম্বরই শেষ হয়ে গেল প্লেয়ার রিটেনশন উইন্ডো। এরই মধ্যে দশটি ফ্র্যাঞ্চাইজি দল বিসিসিআইয়ের কাছে জমা দিয়েছে কোন খেলোয়াড়দের রাখল আর কাদের ছাড়ল – তার চূড়ান্ত তালিকা।
দলগুলো মিলে মোট ১৭৩ জন ক্রিকেটারকে রেখে দিয়েছে তাদের স্কোয়াডে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার আছেন ৪৯ জন। এবারের নিলাম নিয়ে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর হাতে মোট অর্থ আছে ২৩৭.৫৫ কোটি রুপি। তারা এই বিপুল অঙ্কের টাকা নিয়ে নিলামে লড়বে ৭৭ জন ক্রিকেটারের জন্য। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ সদস্যের স্কোয়াড গঠন করতে পারবে।
নিয়ম অনুযায়ী, সবচেয়ে বেশি খেলোয়াড় ধরে রেখেছে পাঞ্জাব কিংস। নিলামের আগেই তাদের স্কোয়াডে এখন ২১ জন ক্রিকেটার রয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স ধরে রেখেছে ২০ জন করে খেলোয়াড়। আইপিএলের এই মিনি নিলামটি হবে ১৬ই ডিসেম্বর, আবুধাবির ইতিহাদ অ্যারেনায়।
নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে হাজির হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে আছে ৬৪.৩ কোটি রুপি। আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন এই দলটি সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার কিনতে পারবে। অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ বাজেট নিয়ে নিলামে বসছে চেন্নাই সুপার কিংস। তাদের হাতে আছে ৪৩.৪ কোটি রুপি, যার মাধ্যমে তারা সর্বোচ্চ ৯ জন খেলোয়াড় কিনতে সক্ষম হবে।
এবারের নিলামে কোন দল কত টাকা নিয়ে লড়াই করবে, সেটাই নির্ধারণ করবে কে সবচেয়ে ভালো খেলোয়াড়দের কিনতে পারবে। ক্রিকেট ভক্তদের চোখ এখন আবুধাবির দিকে!
