শুরুটা করেছিলেন ম্যাচের প্রথম ওভারেই। এরপর যেন মিচেল স্টার্কের একার বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারল না ইংল্যান্ডের আর কোনো ব্যাটার। আর এই বিধ্বংসী স্পেলের ফলেই অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১৭২ রানেই গুটিয়ে গেল ইংলিশরা।
শুক্রবার পার্থে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের ইনিংসের স্থায়িত্ব ছিল মোটে ৩২ ওভার ৫ বল। মধ্যাহ্ন ভোজের বিরতির পরই যেন স্টার্কের হাতে নিজেদের ইনিংস সমর্পণ করে ইংলিশ শিবির। কেরিয়ারের সেরা বোলিংয়ে এই বাঁহাতি পেসার মাত্র ৫৮ রান খরচ করে একাই তুলে নিয়েছেন ৭টি গুরুত্বপূর্ণ উইকেট।
প্রথম ওভারেই শুরু স্টার্ক-ঝড়
ম্যাচের প্রথম ওভারের শেষ বলেই শূন্য রানে থাকা জ্যাক ক্রলিকে ফিরিয়ে উইকেট শিকারের শুরুটা করেন স্টার্ক। এই নিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ২৪তম বার প্রথম ওভারেই উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি, যা তার অভিজ্ঞতারই প্রমাণ।
সপ্তম ওভারে আরেক ওপেনার বেন ডাকেটকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন এই বাঁহাতি পেসার। এক ওভার পর ইংল্যান্ডের সফলতম ব্যাটার জো রুটকে তুলে নিয়ে অ্যাশেজে ১০০ উইকেট নেওয়ার বিশাল মাইলফলক স্পর্শ করেন তিনি। স্টার্কের আগে অ্যাশেজে একশ উইকেট নেওয়া ২০ জনের মধ্যে ১৪ জনই অস্ট্রেলিয়ার বোলার।
মধ্যাহ্ন ভোজের বিরতির আগে দারুণ খেলতে থাকা অলি পোপকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ক্যামেরন গ্রিন । ৪ উইকেটে ১০৫ রান নিয়ে বিরতির পর খেলা শুরু করে ইংল্যান্ড। কিন্তু তাদের ইনিংসকে আবার এলোমেলো করে দেন সেই স্টার্ক। দ্বিতীয় ওভারেই দারুণ এক ইনসুইংয়ে বেন স্টোকসকে ল্ড করে দেন তিনি।
শেষের দিকে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংল্যান্ড
ষষ্ঠ উইকেটে পাল্টা আক্রমণের চেষ্টা করেন হ্যারি ব্রুক। জেইমি স্মিথকে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু ৫২ রান করা এই ব্যাটারকে তুলে নিয়ে ৪৫ রানের জুটি ভাঙেন অভিষিক্ত ব্রেন্ডন ডগেট যা ছিল তার প্রথম টেস্ট উইকেট। এরপর মোটে আর ১৮ বল স্থায়ী ছিল সফরকারীদের ইনিংস। শেষদিকে মাত্র ১২ রানেই শেষ ৫ উইকেট হারায় তারা, যা চোখে আঙুল দিয়ে দেখায় স্টার্কের দাপট।
