স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ড বাংলাদেশের বিপক্ষে নিজেদের ছন্দ খুঁজে পাচ্ছে না। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিশাল লিডের দিকে এগোচ্ছে। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের হাতে ৯ উইকেট থাকলেও তারা আয়ারল্যান্ডের চেয়ে ৩৬৭ রানে এগিয়ে আছে।

শুক্রবারের খেলা শেষ হওয়ার সময় মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম এক উইকেটে ১৫৬ রান যোগ করেছেন। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয়েছিল সফরকারীরা।

চতুর্থ দিনের খেলা শুরু হবে সাদমানের ৬৯ এবং মুমিনুলের ১৯ রানের ইনিংস নিয়ে। দ্বিতীয় উইকেটে এই দুই ব্যাটার ইতিমধ্যেই ৩৭ রান যোগ করেছেন।

দিনের শুরুতে ৫ উইকেটে ৯৮ রানের অবস্থায় লরকান টাকার ও স্টিফেন ডোয়েনির জুটি আয়ারল্যান্ডকে কিছুটা প্রতিরোধ দিতে সাহায্য করেছিল। তবে দিনের ১৫তম ওভারে ভূমিকম্পের কারণে খেলা তিন মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। এরপরই বাংলাদেশের বোলাররা প্রথম সাফল্য পেয়ে যান।

দিনের ২০তম ওভারে তাইজুল ইসলাম ৭৯ রানের জুটি ভাঙেন। একই ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকেও বোল্ড করেন বাঁহাতি স্পিনার। যদিও অষ্টম উইকেটে জর্ডান নিল ও টাকার ৭৪ রানের জুটি আয়ারল্যান্ডকে প্রতিরোধ দিতে সাহায্য করে।

মধ্যাহ্ন ভোজের বিরতির পর দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে নিলককে (৪৯) আউট করেন ইবাদত হোসেন। এরপর গ্যাভিন হোই (৪) ফেরান পেসার খালেদ আহমেদ। শেষ পর্যন্ত ম্যাথিউ হাম্ফ্রিসকে বোল্ড করে তাইজুল আয়ারল্যান্ডের ইনিংস শেষ করেন। এই উইকেটের সঙ্গে তিনি সাকিব আল হাসানের সমান ২৪৬ উইকেট পূর্ণ করে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ডে যুক্ত হন।

২১১ রানে এগিয়ে থেকে আয়ারল্যান্ডকে ফলোঅন না করিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে জয় ও সাদমানের জোরালো শুরু পেয়েছে। চা বিরতির আগে তারা ৭ ওভারে ৪১ রান যোগ করেছেন।

বিরতির পর সাদমান ফিফটি স্পর্শ করেন। দুই ব্যাটার শতরানের জুটি গড়লেও শেষ মুহূর্তে জয়ের এলবিডব্লিউ হয়ে ফিরে যাওয়ায় উদ্বোধনী জুটি ভাঙে। জয় ৬০ রান করে আউট হন।

news