স্পোর্টস ডেস্ক: রাঁচির পর এবার রায়পুরে দুর্দান্ত ফর্মে বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধারাবাহিকভাবে দুই ম্যাচে শতরান, আর দেশজুড়ে চলছে কোহলি বন্দনা। গৌতম গম্ভীরের সমালোচনার জবাব যেন মাঠেই দিয়ে দিলেন বিরাট। ঠিক এই সময়েই নির্বাচক প্রধান অজিত আগরকারকে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করলেন সাবেক অফস্পিনার হরভজন সিং।

হরভজনের খোঁচা—যারা নিজেরা ক্রিকেট জীবনে তেমন সাফল্য দেখাতে পারেননি, তারাই কেন রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন?

অস্ট্রেলিয়ায় প্রথম দুই ম্যাচে রান না পেলেও তৃতীয় ম্যাচে অর্ধশতরানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোহলি যেন নিজের পুরোনো রূপে ফিরে এসেছেন। একঝাঁক দুর্দান্ত শটে পরপর দু’ম্যাচে সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে তার শতরানের সংখ্যা এখন ৮৪।

রোহিত শর্মাও পিছিয়ে নেই। সিডনিতে সেঞ্চুরির পর রাঁচিতে অর্ধশতরান করেছেন ভারতীয় অধিনায়ক।

এদিকে, ভেতরের খবর—২০২৭ বিশ্বকাপ পর্যন্ত রোহিত ও বিরাটকেই দলে রাখা হচ্ছে। বোর্ড নাকি হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ স্কোয়াড গঠন করতে হবে এই দুই তারকাকে কেন্দ্র করে।

এ অবস্থায় হরভজন সিং খোলাখুলিই দুই সিনিয়র ক্রিকেটারের পাশে দাঁড়ালেন। তার কথায়,
“বিরাটের মতো খেলোয়াড় এখনও খেলছে—এটা ভেবে আমি খুবই খুশি। কিন্তু যারা নিজেরা তেমন কিছু অর্জন করতে পারেনি, তারা যখন বিরাটদের ভবিষ্যৎ নির্ধারণ করে, তখন খুব খারাপ লাগে।”

“আমার সঙ্গেও এমন হয়েছে। আমার অনেক সতীর্থের সঙ্গেও হয়েছে। যারা কম অর্জন করেছে, তারাই অধিকাংশ সময় বড় ক্রিকেটারদের বিচার করতে বসে।”

যদিও হরভজন সরাসরি নাম বলেননি, তবে ক্রিকেটপ্রেমীদের ধারণা—তার ইঙ্গিত স্পষ্টভাবেই অজিত আগরকারের দিকেই। মজার ব্যাপার হলো, বৃহস্পতিবার ছিল আগরকারের জন্মদিন। আর সেই দিনেই তাকে নিশানা করে মন্তব্য করলেন হরভজন।

হরভজনের দাবি, আগামী বিশ্বকাপে রোহিত–বিরাটের খেলা নিয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয়।

 

news