ব্রিসবেনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া একেবারে চালকের আসনে! ইংল্যান্ডের ৩৩৪ রানের জবাবে স্বাগতিকরা ৬ উইকেট হারিয়ে তুলেছে ৩৭৮ রান, অর্থাৎ এখন পর্যন্ত ৪৪ রানের লিড। হাতে আছে আরও ৪ উইকেট।
দিন শুরু হয়েছিল ইংল্যান্ডের ৯ উইকেটে ৩২৫ রান নিয়ে। মাত্র ১৪ বল টিকেছিল তাদের ইনিংস। ব্রেন্ডন ডগেটের ওভারে জোফরা আর্চারের (৩৮) দুর্দান্ত ক্যাচ নেন মার্নাস লাবুশেন, ভেঙে যায় দশম উইকেটে ৭০ রানের জুটি। জো রুট অপরাজিত থাকেন ১৩৮ রানে, অস্ট্রেলিয়ার মাটিতে তার প্রথম টেস্ট সেঞ্চুরি, ক্যারিয়ারের ৪০তম শতক!
ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে উড়ন্ত শুরু এনে দেন ট্র্যাভিস হেড আর জেইক ওয়েদারল্ড। ৭৭ রানের ওপেনিং জুটি ভাঙেন ব্রাইডন কার্স, হেড ফেরেন ৩৩ রানে। কিন্তু ওয়েদারল্ড থামেননি, মাত্র ৪৫ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি! প্রথম সেশনে ১ উইকেটে ১৩০ রান তুলে ফেলে অজিরা।
বিরতির পর আর্চারের ভয়ঙ্কর ইয়র্কারে ওয়েদারল্ড এলবিডব্লিউ (৭২), ভাঙে লাবুশেনের সাথে ৬৯ রানের জুটি। এরপর লাবুশেন ৬৭ বলে ফিফটি তুলে নিলেও ৬৫ রানে বেন স্টোকসের শিকার।
ফ্লাডলাইটের আলোয় স্টিভ স্মিথ আর ক্যামেরন গ্রিন মিলে দারুণ লড়াই করেন। স্মিথ ক্যারিয়ারের ৪৪তম ফিফটি পূর্ণ করেন, গ্রিনও ফিফটির পথে ছিলেন। কিন্তু কার্সের বলে গ্রিন বোল্ড ৪৫ রানে, ভাঙে ৯৫ রানের জুটি – ইনিংসের সর্বোচ্চ জুটি। তিন বল পরই উইল জ্যাকসের এক হাতের অসাধারণ ক্যাচে স্মিথও ফেরেন ৬১ রানে।
ইংল্যান্ডের ফিল্ডাররা এরপর চারটি ক্যাচ ছাড়েন! সুযোগ হাতছাড়া। জশ ইংলিস ২৩ রানে আউট হলেও অ্যালেক্স ক্যারি (৪৬*) আর মাইকেল নিসার (১৫*) মিলে সপ্তম উইকেটে ৪৯ রান যোগ করে দিন শেষ করেন অপরাজিত। তৃতীয় দিনে আরও বড় লিডের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া!
