ভারতের টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের আগে ফ্যানদের জন্য দারুণ খবর দিলেন – শুভমন গিল আর হার্দিক পান্ডিয়া দুজনেই পুরোপুরি ফিট! কটকে প্রথম টি-টোয়েন্টি শুরু হচ্ছে, আর এই দুই তারকার ফেরা দলকে আরও শক্তিশালী করে তুলবে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর থেকে সূর্যর নেতৃত্বে ভারত একটাও টি-টোয়েন্টি সিরিজ হারেনি। ২০২৫ সালে ১৫ ম্যাচে ১৩টা জিতেছে, শেষ ৩০ ম্যাচে জয় ২৬টি। এই ফর্ম নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির জন্য খুব গুরুত্বপূর্ণ।
প্রথম ম্যাচের একদিন আগে কটকের বারাবতী স্টেডিয়ামে সাংবাদিকদের সূর্য বললেন, “গিল আর হার্দিক দুজনেই সুস্থ ও ফিট লাগছে।” এই কথা শুনে ফ্যানরা তো খুশিতে লাফাচ্ছে!
হার্দিক এশিয়া কাপ ২০২৫-এ শ্রীলঙ্কার বিপক্ষে কোয়াড্রিসেপস ইনজুরিতে পড়ে ফাইনাল ও অস্ট্রেলিয়া সফর মিস করেছিলেন। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বরোদার হয়ে খেলে ফিটনেস প্রমাণ করায় এবার ফিরছেন।
শুভমন গিল কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ঘাড়ে চোট পেয়ে বাকি সিরিজ ও ওয়ানডে সিরিজ মিস করেছিলেন। এবার তিনিও ফুল ফিট!
একাদশ নিয়ে বেশি ঝামেলা করতে চান না সূর্য। বললেন, “শুভমন গিল আবার অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবে। শ্রীলঙ্কা সিরিজের পর সঞ্জুকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু এখন পরের দুটো সিরিজে একাদশে বেশি বদল করব না। যে স্টাইলটা খেলছি, সেটাই চালিয়ে যাব।”
হার্দিকের বোলিং নিয়েও উচ্ছ্বসিত সূর্য। বললেন, “এশিয়া কাপেও দেখেছ, নতুন বলে হার্দিক বোলিং করলে আমাদের একাদশে অনেক বেশি অপশন খুলে যায়। ওর অভিজ্ঞতা, বড় ম্যাচে পারফর্ম করা – এসব দলকে দারুণ ব্যালেন্স দেবে।”
