ক্রিকেট মাঠে ছোট ভুল হলেও এখন তা আর শুধু ভুল থাকে না—সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ঝড়ে পড়ে সমালোচনা, ট্রোলিং, ব্যক্তিগত আক্রমণ। এই বাস্তবতার মাঝেই কড়া বার্তা দিলেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

সাম্প্রতিক সময়ে হারশিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণার মতো তরুণ ক্রিকেটারদের পাশাপাশি কোচ গৌতম গম্ভীরও তীব্র সমালোচনার মুখে পড়েছেন। গম্ভীরকে মাঠে বসে দর্শকদের উদ্দেশে কটূক্তি করার ভিডিওও ভাইরাল হয়েছে।

গম্ভীরের মন্তব্যের ‘টার্গেটে’ দিল্লি ক্যাপিটালস মালিক পার্থ জিন্দাল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের ২–০ হারের পর দিল্লি ক্যাপিটালস–এর মালিক পার্থ জিন্দাল টেস্ট দলের জন্য আলাদা কোচ নিয়োগের পরামর্শ দেন এক্স–এ (সাবেক টুইটার)।

এই মন্তব্যে ক্ষুব্ধ হন গম্ভীর। তিনি বলেন—
“কিছু মানুষ আছেন যাদের ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবুও অযথা মন্তব্য করেন। এক আইপিএল মালিক তো স্প্লিট কোচিং নিয়েও কথা বলেছেন! সবাইকে নিজের কাজেই থাকা উচিত। আমরা তো তাদের বিষয়ে নাক গলাই না।”

‘আমরা খুব সহজেই ব্যক্তিত্বকে ভেঙে ফেলি’—অশ্বিনের সতর্ক বার্তা

এ প্রসঙ্গেই সামনে এল অশ্বিনের মন্তব্য। রেভস্পোর্টজ–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সোশ্যাল মিডিয়া ফ্যান–প্লেয়ার দূরত্ব কমালেও সবচেয়ে বড় সমস্যার জায়গা হয়ে উঠেছে।

তিনি বলেন—
“রিয়ান পরাগকে ODI দলে রাখা উচিত কি না—আলোচনা তো সেটা কেন্দ্র করেই হওয়া উচিত। কিন্তু আমরা দ্রুতই ব্যক্তিত্ব আক্রমণে চলে যাই। এটা খুবই চিন্তার বিষয়।”

অশ্বিন আরও যোগ করেন—
“একজন ক্রিকেটারের ভক্ত অন্য একজনকে ঘৃণা করতেই হবে—এমন নিয়ম নেই। আমরা যা বলি, তা যদি দশজনের কাছে পৌঁছে পাঁচজনকে প্রভাবিত করে, তবে সেটি যেন ইতিবাচক হয়—এটাই আমাদের দায়িত্ব।”

অশ্বিনের মতে, সমালোচনা হওয়া স্বাভাবিক, কিন্তু ব্যক্তিকে ছোট করে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

news