ইংল্যান্ডের অ্যাশেজ ২০২৫–২৬ মিশনে বড় ধরনের সংকট নেমে এসেছে। দলের অন্যতম ভরসা, অভিজ্ঞ পেসার মার্ক উড বাকি সিরিজ থেকে ছিটকে গেছেন বাঁ–হাঁটুর চোটে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইতোমধ্যেই ব্যাকফুটে থাকা ইংল্যান্ডের জন্য এটি বিরাট ধাক্কা।

প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারার পরই ইংল্যান্ডের পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তার ওপর পার্থে প্রথম টেস্টে আট উইকেটের হারতে গিয়ে হাঁটুতে চোট পান ৩৫ বছর বয়সী উড। এরপরই তিনি ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি।

সেরে ওঠার চেষ্টায় ব্যর্থ, শেষ পর্যন্ত সিরিজ থেকে ছিটকে উড

ইনজুরি থেকে ফেরার চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেননি। চিকিৎসা ও ইনজেকশনের পরও কোনো উন্নতি না হওয়ায় অস্ট্রেলিয়ায় চলমান অ্যাশেজ সিরিজ থেকেই বাদ পড়লেন তিনি। এই সপ্তাহেই ইংল্যান্ডে ফিরবেন পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে।

এদিকে ডিসেম্বরের ১৭ তারিখ অ্যাডিলেডে তৃতীয় টেস্টের আগেই তরুণ ও অনভিজ্ঞ পেসারদের উপরই ভরসা রাখছে ইংল্যান্ড।

ইমোশনাল বার্তা দিলেন মার্ক উড: ‘গাটেড… কেউ ভাবেনি এমনটা হবে’

অ্যাশেজ স্বপ্ন ভেঙে যাওয়ার পর সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন উড। মাসের পর মাস ধরে কঠোর রিহ্যাব ও অস্ত্রোপচারের পর মাঠে ফিরেও আবার একই চোট ফিরে আসায় তিনি ভীষণ হতাশ।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন—
“এই ভ্রমণটা ছোটই হলো… আমার মতোই। অ্যাশেজ থেকে বাদ পড়ায় ভীষণ কষ্ট পাচ্ছি। সাত মাসের কঠোর পরিশ্রমের পরও হাঁটু ঠিকঠাক সাড়া দিচ্ছে না। কেউই এমনটা আশা করেনি।”

তিনি আরও বলেন—
“বিশাল প্রভাব ফেলতে এসেছিলাম। সব চিকিৎসা, ইনজেকশন, প্রচেষ্টা—কিছুতেই ব্যথা কমেনি। নিজের সেরাটা দিতে পারছি না বলে দুঃখিত, তবে চেষ্টা কম ছিল না।”

ভক্তদের ধন্যবাদ, আরও শক্তিশালী হয়ে ফেরার অঙ্গীকার

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ভক্তদের বিশেষ করে বার্মি আর্মিকে ধন্যবাদ জানিয়ে উড লিখেছেন—
“এখনো বিশ্বাস করি ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে পারবে। কখনো হাল ছাড়ো না। কাম অন ইংল্যান্ড!”

ম্যাথিউ ফিশার দলে যোগ দিচ্ছেন উডের বদলি হিসেবে

এখন ইংল্যান্ড স্কোয়াডে উডের বদলি হিসেবে যোগ দিচ্ছেন সারির পেসার ম্যাথিউ ফিশার, যিনি বর্তমানে ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে অস্ট্রেলিয়াতেই রয়েছেন।

তৃতীয় টেস্টে জয় ছাড়া আর কোনো পথ নেই ইংল্যান্ডের সামনে। এরপর মেলবোর্নে চতুর্থ টেস্ট ২৬ ডিসেম্বর এবং জানুয়ারিতে সিডনিতে পঞ্চম ও শেষ টেস্ট হবে।

 

news