ভারতের টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ব্যাটিং ফর্ম এখন বড় চিন্তার কারণ – বিশেষ করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। সাবেক ভারতীয় ব্যাটার আকাশ চোপড়া ক্যাপ্টেনকে ছাড় দেননি – বললেন, ক্যাপ্টেনের কাজ শুধু টস করা আর বোলার ম্যানেজ করা নয়, রানও করতে হবে!

রোহিত শর্মার থেকে ক্যাপ্টেন্সি নেওয়ার পর ভারত টি-টোয়েন্টিতে দাপট দেখালেও সূর্যর নিজের ফর্ম একদম তলানিতে। ২০২৫ সালে ১৭ ইনিংসে মাত্র ২০১ রান – গড় প্রায় ১৪! স্ট্রাইক রেটও ভালো নয়, একটাও ফিফটি নেই, ২৫-এর ওপর গেছে মাত্র দু’বার।
চলমান সাউথ আফ্রিকা সিরিজে দুই ইনিংসে ১১ আর ৫ রান – দুটোতেই দলের বড় ক্ষতি।

সাউথ আফ্রিকার ২১৪ রান তাড়া করতে নেমে সূর্য মাত্র ৫ রান করে আউট হতেই সমালোচনার ঝড় উঠেছে। আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে বললেন, সূর্যকে ব্যাট হাতে কথা বলতে হবে – বিশ্বকাপের আগে এটা জরুরি।
“তুমি দলের ক্যাপ্টেন, কিন্তু ক্যাপ্টেনের কাজ শুধু টস করা, বোলার ম্যানেজ করা বা স্ট্র্যাটেজি বানানো নয়। টপ ফোরে ব্যাট করলে তোমার মূল কাজ রান করা,” বলেছেন চোপড়া।
“অনেক ম্যাচ ধরে চলছে। ১৭ ইনিংসে গড় ১৪, স্ট্রাইক রেটও ভালো নয়, একটা ফিফটি নেই, ২৫-এর ওপর দু’বার – IPL-এর দুই পাশেই সমস্যা হয়েছে,” যোগ করেন তিনি।

রান না এলেও সূর্যর ক্যাপ্টেন্সিতে কোনো অভিযোগ নেই চোপড়ার। তার নেতৃত্বে ভারত মাত্র ৬ ম্যাচ হেরেছে, একটা সিরিজও হারেনি। আগামী বিশ্বকাপে টাইটেল ডিফেন্ড করার অন্যতম ফেভারিট ভারত।
“সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে কোনো সন্দেহ নেই, বিশ্বকাপে তিনি ক্যাপ্টেন থাকবেন না – এটা বলছি না। কেউ ভুল বুঝবেন না। কিন্তু সত্যি কথা, তাকে রান করতে হবে,” বলেছেন চোপড়া।

সূর্যর সঙ্গে শুভমন গিলের ফর্মও চিন্তায় ফেলেছে দলকে। টপ অর্ডারে রান না আসায় চেজে সমস্যা হচ্ছে।
“নম্বর ৩ বা ৪-এ ব্যাট করলে রান না করলে, আর দীর্ঘদিন ধরে না করলে, বিশ্বকাপ শুরুতে কনফিডেন্স থাকবে না। তাই ক্যাপ্টেন সূর্যকুমার আর ভাইস-ক্যাপ্টেন শুভমন গিলের রান করা একদম জরুরি,” বলে শেষ করেছেন চোপড়া।
সূর্য নিজেও স্বীকার করেছেন – অভিষেক শর্মা সব ম্যাচ জেতাতে পারবে না। কখনো কখনো তাকেও আর গিলকেই রান করতে হবে – যেমন মিডল অর্ডারে তিলক বর্মা করছে।

 

news