সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) ও JioStar-এর মধ্যে মিডিয়া অধিকার চুক্তি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। এমনকি গুজব ছড়ায়, চার বছরের ভারতীয় মিডিয়া রাইটস চুক্তি নাকি মাঝপথেই ভেঙে যাচ্ছে।
এই আলোচনা জোরালো হয় দ্য ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনের পর। সেখানে বলা হয়, JioStar নাকি ICC-কে জানিয়েছে—ভারতে মিডিয়া অধিকার চুক্তির বাকি দুই বছর তারা আর চালিয়ে যেতে পারবে না।
মিডিয়া অধিকার ছাড়ার গুজব নিয়ে স্পষ্ট অবস্থান
যদি এমনটা হতো, তাহলে ICC T20 World Cup 2026 (ভারত ও শ্রীলঙ্কা)সহ বড় টুর্নামেন্টের জন্য নতুন সম্প্রচারক খুঁজতে হতো আইসিসিকে।
তবে এবার দুই পক্ষই পরিষ্কার জানিয়ে দিয়েছে—এই খবর ভিত্তিহীন। ICC ও JioStar নিশ্চিত করেছে, তাদের মধ্যে মিডিয়া অধিকার চুক্তি পুরোপুরি কার্যকর আছে এবং কোনো পরিবর্তন হয়নি।
তারা আরও বলেছে, ভারতে ক্রিকেটপ্রেমীরা আগের মতোই নিরবচ্ছিন্নভাবে সব আইসিসি টুর্নামেন্টের সম্প্রচার উপভোগ করতে পারবেন।
যৌথ বিবৃতিতে যা বলল ICC ও JioStar
এক যৌথ বিবৃতিতে বলা হয়,
“সম্প্রতি আইসিসির ভারতীয় মিডিয়া অধিকার নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা কোনো পক্ষের অবস্থানকে প্রতিফলিত করে না। ICC ও JioStar-এর মধ্যে বিদ্যমান চুক্তি সম্পূর্ণভাবে বহাল রয়েছে। ভারতে আইসিসির অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে JioStar আগের মতোই কাজ চালিয়ে যাবে। চুক্তি থেকে সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই।”
চুক্তি মানতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ JioStar
বিবৃতিতে আরও বলা হয়, JioStar চুক্তির সব শর্ত অক্ষরে অক্ষরে মানতে প্রতিশ্রুতিবদ্ধ। দুই প্রতিষ্ঠানই ভারতে দর্শকদের জন্য বিশ্বমানের, নিরবচ্ছিন্ন সম্প্রচার নিশ্চিত করতে কাজ করছে। এর মধ্যে রয়েছে বহুল প্রতীক্ষিত ICC Men’s T20 World Cup।
সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। দর্শক, বিজ্ঞাপনদাতা কিংবা ইন্ডাস্ট্রি পার্টনারদের ওপর এর কোনো প্রভাব পড়বে না। দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে ICC ও JioStar নিয়মিতভাবে অপারেশনাল, বাণিজ্যিক ও কৌশলগত বিষয় নিয়ে যোগাযোগ রাখছে, যাতে ক্রিকেট আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া যায়।
উল্লেখ্য, Reliance Industries-এর মিডিয়া ব্যবসা ও Walt Disney-এর ভারতীয় কার্যক্রম একীভূত হওয়ার পরই তৈরি হয় JioStar। তার আগে ২০২২ সালে ২০২৪–২০২৭ সময়কালের জন্য ৩ বিলিয়ন ডলারের বেশি মূল্যে আইসিসির মিডিয়া অধিকার জিতেছিল ডিজনি।
ইউরোপের জন্য ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের পথ খুলল ICC
এর পাশাপাশি, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপীয় দলগুলোর বাছাইপর্বের রূপরেখা প্রকাশ করেছে আইসিসি।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী বছর তিনটি সাব-রিজিওনাল কোয়ালিফায়ার আয়োজন করা হবে। টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে সাইপ্রাস, ডেনমার্ক ও ফিনল্যান্ডে।
২০২৬ সালে এই বাছাইপর্বে অংশ নেবে ইউরোপের মোট ৩০টি দল। এখান থেকেই শুরু হবে তাদের বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
আইসিসি জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছরের মার্চে শেষ হওয়ার পরই পূর্ণ সূচি, ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করা হবে।
