IPL ২০২৬ মিনি-অকশনের ঠিক আগে বড় ঝামেলায় পড়েছেন সাবেক চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার দীপক হুডা। বিসিসিআই সব ১০টা ফ্র্যাঞ্চাইজিকে চিঠি দিয়ে জানিয়েছে – হুডার বোলিং অ্যাকশন সন্দেহজনক ক্যাটাগরিতে আছে। অকশন হবে ১৬ ডিসেম্বর আবু ধাবিতে।
গত IPL ২০২৫ সিজনে চেন্নাই সুপার কিংসের হয়ে হুডার পারফরম্যান্স ভালো হয়নি। ফ্র্যাঞ্চাইজি তাকে রিলিজ করে দিয়েছে। ক্যারিয়ারে ১২৫টা IPL ম্যাচ খেলে ১৫০০-এর বেশি রান আর ১০ উইকেট নিয়েছেন। এবার অকশনে AL1 অলরাউন্ডার ক্যাটাগরিতে আছেন।
সাবেক সিএসকে তারকা দীপক হুডার IPL ২০২৬ অকশনের আগে বোলিংয়ে সংকট
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, দীপক হুডার IPL-এ বোলিংয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। টানা দ্বিতীয় বছর তাকে সাসপেক্ট অ্যাকশন লিস্টে রাখা হয়েছে।
IPL ২০২৫-এ চেন্নাইয়ের হয়ে ৭টা ম্যাচ খেললেও হুডা একটা ওভারও বল করেননি। বিসিসিআই যদি তার অ্যাকশন অবৈধ বলে নিশ্চিত করে, তাহলে ২০২৬ সিজনে তার বোলিংয়ে নিষেধাজ্ঞা আসতে পারে।
অকশনের কয়েকদিন আগে বিসিসিআই সব ফ্র্যাঞ্চাইজিকে হুডা নিয়ে লেটেস্ট নোটিস পাঠিয়েছে। উল্লেখ্য, রঞ্জি ট্রফিতে মাত্র ১ ওভার আর সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ৫ ওভার বল করে ১ উইকেট নিয়েছেন।
হুডা ছাড়া বিসিসিআই-এর সাসপেক্ট অ্যাকশন লিস্টে এখন শুধু জম্মু-কাশ্মীরের অবিদ মুশতাক আছেন।
