আইপিএল ২০২৬ মৌসুমের আগে দল গঠনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে, কলকাতা নাইট রাইডার্স (KKR) স্কোয়াডে নতুন কৌশল আনতে পারে, যেখানে তরুণ ব্যাটার অংক্রিশ রঘুবংশীকে উইকেটকিপিংয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এতে একাদশ সাজাতে বাড়তি সুবিধা পাবে ফ্র্যাঞ্চাইজি।

আইপিএল ২০২৬ নিলামের আগে বড় রদবদল করেছে কেকেআর। দল ছেড়েছে বেশ কয়েকজন খেলোয়াড়, যার মধ্যে দুই বিদেশি উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক ও রহমানউল্লাহ গুরবাজও আছেন। তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা এবার মাত্র ১২ জন খেলোয়াড় ধরে রেখেছে, হাতে রয়েছে ৬৪.৩০ কোটি টাকা।

এই বাজেট নিয়ে কেকেআর চাইলে স্কোয়াডের প্রায় অর্ধেকই নতুন করে সাজাতে পারে। ১৬ ডিসেম্বর আবুধাবিতে হতে যাওয়া মিনি নিলামে তারা সর্বোচ্চ ১৩ জন খেলোয়াড়, যার মধ্যে ৬ জন বিদেশি, দলে নিতে পারবে। ফলে দল গঠনে ভারসাম্য আনার দারুণ সুযোগ রয়েছে।

অংক্রিশ রঘুবংশীর হাতেই গ্লাভস? কেকেআরের পরিকল্পনায় ইঙ্গিত

স্টার স্পোর্টসের এক আলোচনায় সঞ্জয় বাঙ্গার বলেন, আইপিএল ২০২৬-এও অজিঙ্কা রাহানেকেই অধিনায়ক ও টপ-অর্ডার ব্যাটার হিসেবে রাখতে পারে কেকেআর। নিলাম থেকে নতুন কোনো শক্তিশালী অধিনায়ক আসার সম্ভাবনা তিনি দেখছেন না।

বাঙ্গারের কথায়,
“রাহানে টপ অর্ডারে ব্যাট করবেন এবং অধিনায়কত্বও চালিয়ে যাবেন। নিলাম থেকে নতুন কোনো ক্যাপ্টেন আসবে বলে আমার মনে হয় না।”

তিনি আরও যোগ করেন,
“আমার বিশ্বাস, রঘুবংশী উইকেটকিপিংও করবে। ব্যাটিংয়ের পাশাপাশি তাকে উইকেটকিপার-ব্যাটার হিসেবেই গড়ে তুলবে কেকেআর।”

ফিনিশারের ভূমিকায় রভম্যান পাওয়েলকে এগিয়ে রাখছেন বাঙ্গার

দলের ফিনিশার হিসেবে রভম্যান পাওয়েলকে এগিয়ে রাখছেন সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে, পাওয়েলের ব্যাটিং স্টাইল অনেকটাই আন্দ্রে রাসেলের মতো, যা কেকেআরের জন্য দারুণ মানানসই।

“ফিনিশারের জায়গায় পাওয়েল স্পষ্ট পছন্দ। রাসেলের মতো বড় শট খেলার ক্ষমতা আছে ওর। আর পরিস্থিতি অনুযায়ী রামনদীপ সিং ও ভৈভব অরোরাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে,” বলেন বাঙ্গার।

ক্যামেরন গ্রিন নয়, নং ফোরে ভেঙ্কটেশ আইয়ারেই ভরসা

কেকেআরের নং ফোর ব্যাটিং পজিশনে ক্যামেরন গ্রিন বড় টার্গেট হবেন কি না—এই প্রশ্নে বাঙ্গারের উত্তর স্পষ্ট, “না”।

তিনি বলেন,
“আমার মনে হয় কেকেআর ভেঙ্কটেশ আইয়ারকে ফেরাতে চাইবে। গত মৌসুমে বেশি দামে নেওয়া হলেও ওর ওপর দলের আস্থা আছে। আমার মতে, নং ফোরে ভেঙ্কটেশই খেলবে।”

এছাড়া, আগামী মৌসুমে রিঙ্কু সিংকে ব্যাটিং অর্ডারে একটু ওপরে খেলানো হতে পারে বলেও ইঙ্গিত দেন বাঙ্গার। তাঁর প্রশ্ন, আইপিএলে ক্যামেরন গ্রিন আদৌ এমন কিছু করেছেন কি না, যাতে কেকেআর তাকে বড় টার্গেট বানাবে।

সবশেষে বাঙ্গার জানান, কেকেআর একজন মানসম্মত বিদেশি ফাস্ট বোলার দলে নিতে চাইবে। তাঁর পছন্দের তালিকায় আছেন শ্রীলঙ্কার গতিময় পেসার মাথিশা পাথিরানা। বাঙ্গারের মতে, পাথিরানাকে পেলে কেকেআরের পেস আক্রমণ আরও ধারালো ও বৈচিত্র্যময় হবে।

 

news