বিপিএল শুরুর ঠিক আগমুহূর্তে অধিনায়কের নাম ঘোষণা করেছে রংপুর রাইডার্স। নামটি আগে থেকেই অনেকটা অনুমিত ছিল। শেষ পর্যন্ত সেটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
দ্বাদশ বিপিএলে রংপুর রাইডার্সের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। বুধবার ২০১৭ সালের চ্যাম্পিয়ন দলটি বিষয়টি নিশ্চিত করে। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে সোহানের। সেই অভিজ্ঞতার ওপরই আবারও ভরসা রাখল রংপুর।
একই দিনে বিপিএলের বাকি দলগুলোও নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে।
নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস অধিনায়ক নির্বাচনে কিছুটা চমক দেখিয়েছে। বিপিএলে আগে কখনো নেতৃত্ব না দেওয়া সৈকত আলীকে অধিনায়ক করা হয়েছে দলটির।
এদিকে চট্টগ্রাম কিংসও নতুন নেতৃত্বে যাচ্ছে। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মাহেদী, যিনি এর আগে কখনো বিপিএলে দলের নেতৃত্ব দেননি।
ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুনকে।
অন্যদিকে সিলেট টাইটানস আগেই অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। তার বিপরীতে রাজশাহী ওয়ারিয়র্সের নেতৃত্বে থাকছেন জাতীয় দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
সব মিলিয়ে বিপিএল শুরুর আগেই সব দল তাদের অধিনায়ক নির্বাচন শেষ করেছে। এবার মাঠের পারফরম্যান্স দিয়েই নিজেদের সিদ্ধান্তের সঠিকতা প্রমাণ করার পালা ফ্র্যাঞ্চাইজিগুলোর।
