অপেক্ষার পালা শেষ! আগামীকাল শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রোমাঞ্চকর যাত্রা। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট স্ট라이কার্স আর রাজশাহী কিংসের মুখোমুখি লড়াই দিয়েই উদ্বোধন হবে টি-টোয়েন্টি এই টুর্নামেন্টের দ্বাদশ আসরের।

আগামী ২ জানুয়ারি পর্যন্ত সিলেট ভেন্যুতে চলবে এই উৎসব। প্রথম পর্বেই এই শহরে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে নেমেছে মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি। দলগুলো হলো— সিলেট স্ট্রাইকার্স, রাজশাহী কিংস, ঢাকা ডায়নামো, রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং এবারের নতুন মুখ নোয়াখালী টাইগার্স।

টুর্নামেন্টের প্রথম দিনেই ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে ডবল মজা! উদ্বোধনী ম্যাচে দুপুর ৩টায় লড়াই করবে সিলেট স্ট্রাইকার্স ও রাজশাহী কিংস। আর সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে দিনের দ্বিতীয় ম্যাচ, যেখানে নতুন দল নোয়াখালী টাইগার্সকে রুখতে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিপিএল সিলেট পর্বের সময়সূচি (২৬ ডিসেম্বর - ২ জানুয়ারি):
২৬ ডিসেম্বর: সিলেট স্ট্রাইকার্স বনাম রাজশাহী কিংস (বিকেল ৩টা)

২৬ ডিসেম্বর: নোয়াখালী টাইগার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (সন্ধ্যা ৭টা)

২৭ ডিসেম্বর: ঢাকা ডায়নামো বনাম রাজশাহী কিংস (দুপুর ১টা)

২৭ ডিসেম্বর: সিলেট স্ট্রাইকার্স বনাম নোয়াখালী টাইগার্স (সন্ধ্যা ৬টা)

২৯ ডিসেম্বর: রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (দুপুর ১টা)

২৯ ডিসেম্বর: রাজশাহী কিংস বনাম নোয়াখালী টাইগার্স (সন্ধ্যা ৬টা)

৩০ ডিসেম্বর: সিলেট স্ট্রাইকার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (দুপুর ১টা)

৩০ ডিসেম্বর: ঢাকা ডায়নামো বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৬টা)

০১ জানুয়ারি: সিলেট স্ট্রাইকার্স বনাম ঢাকা ডায়নামো (দুপুর ১টা)

০১ জানুয়ারি: রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস (সন্ধ্যা ৬টা)

০২ জানুয়ারি: ঢাকা ডায়নামো বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (দুপুর ২টা)

০২ জানুয়ারি: সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৭টা)

 

news