২০২৬ সালে ভারতীয় ক্রিকেটে থাকছে ব্যস্ত সূচি, আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকছেন অভিজ্ঞ দুই ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ সামনে রেখে দল গড়ার প্রস্তুতিতে একাধিক দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলবে ভারত, যেখানে ম্যাচ প্র্যাকটিস ও কম্বিনেশন ঠিক করার বড় সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।
বিশ্বকাপের আগে ২০২৬ সাল হবে কোহলি ও রোহিতের মতো সিনিয়র ক্রিকেটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচকদের মূল পরিকল্পনায় তাঁরা থাকলে, ফিটনেস ঠিক থাকলে বছরের বেশির ভাগ ম্যাচেই তাঁদের খেলতে দেখা যেতে পারে। তবে তাঁদের খেলানো হবে কি না, তা নির্ভর করবে পুরো বছরের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ওপর।
২০২৬ সালে কোহলি–রোহিতের সম্ভাব্য সূচি
২০২৬ সালে ভারতের জন্য অন্তত ১৮টি ওয়ানডে ম্যাচ নির্ধারিত রয়েছে দ্বিপক্ষীয় সিরিজে। বাংলাদেশ সফরটি পুনর্নির্ধারিত হলে ম্যাচ সংখ্যা আরও বাড়তে পারে।
বছর শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। একই সফরে থাকছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। এই সিরিজ দিয়েই ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির সুর বেঁধে দেবে টিম ইন্ডিয়া।
ঘাড়ের চোট কাটিয়ে শুবমান গিল ওয়ানডে অধিনায়ক হিসেবে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর অনুপস্থিতিতে কেএল রাহুল নেতৃত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতিয়েছিলেন ভারতকে।
নিউজিল্যান্ড সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলিরও ফেরার কথা রয়েছে। দু’জনই বর্তমানে বিশ্বের সেরা ওয়ানডে ব্যাটারদের তালিকায় আছেন এবং বিজয় হাজারে ট্রফি ২০২৫–২৬-এ ভালো ফর্মে ছিলেন।
২০২৬ সালে ভারতের ওয়ানডে সূচি (সম্ভাব্য)
নিউজিল্যান্ড (ঘরে): ৩ ওয়ানডে, ৫ টি-টোয়েন্টি – জানুয়ারি
আফগানিস্তান (ঘরে): ৩ ওয়ানডে, ১ টেস্ট – জুন
ইংল্যান্ড (বিদেশে): ৩ ওয়ানডে, ৫ টি-টোয়েন্টি – জুলাই
ওয়েস্ট ইন্ডিজ (ঘরে): ৩ ওয়ানডে, ৫ টি-টোয়েন্টি – অক্টোবর
নিউজিল্যান্ড (বিদেশে): ৩ ওয়ানডে, ২ টেস্ট, ৫ টি-টোয়েন্টি – নভেম্বর
শ্রীলঙ্কা (ঘরে): ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি – ডিসেম্বর
এই সূচি অনুযায়ী, কোহলি ও রোহিত যদি ভারতের ওয়ানডে পরিকল্পনায় থাকেন, তাহলে সব মিলিয়ে ১৮টি ওয়ানডেতেই তাঁদের খেলতে দেখা যেতে পারে। ঘরের মাঠের সিরিজ বেশি থাকায় তাঁদের অংশগ্রহণের সম্ভাবনাও বাড়ছে, বিশেষ করে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মতো বড় দলের বিপক্ষে।
বিদেশ সফরগুলোও অভিজ্ঞ ব্যাটারদের জন্য বড় পরীক্ষা এবং বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হতে পারে। ২০২৬ সালের এই ক্যালেন্ডারই মূলত কোহলি ও রোহিতের বিশ্বকাপ প্রস্তুতির ভিত্তি গড়ে দেবে।
আইপিএল ২০২৬-এও থাকছেন কোহলি–রোহিত
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল ২০২৬-এও খেলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, আর কোহলি থাকবেন তাঁর চিরচেনা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি—৮ হাজার ৬০০’র বেশি রান, গড় ৩৯.৫৪ এবং আটটি শতক, যা লিগে সর্বোচ্চ। টপ অর্ডারে তাঁর ধারাবাহিকতা এখনও আরসিবির জন্য বড় ভরসা।
অন্যদিকে, রোহিত শর্মা আইপিএলে করেছেন ৭ হাজারের বেশি রান। পাঁচবারের আইপিএলজয়ী অধিনায়ক হিসেবে তাঁর অভিজ্ঞতা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য অমূল্য। যদিও দু’জনই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন, তবুও আইপিএলে তাঁদের ভূমিকা থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
