আর্সেনালের ধারাবাহিক আক্রমণে পুরোপুরি দিশাহারা হয়ে পড়েছিল অ্যাস্টন ভিলা। তবু প্রথমার্ধে গোলের দেখা পেতে অনেকটা সময় লেগে গেল গানারদের। কিন্তু একবার গোলের স্বাদ পাওয়ার পর আর কেউ তাদের আটকে রাখতে পারেনি। একের পর এক গোল করে দারুণ এক জয় তুলে নিল মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে আর্সেনাল। এই জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল তারা।
প্রিমিয়ার লিগে আগের আট রাউন্ডে টানা জিতে আসা ভিলা এদিন কোনো প্রতিরোধই গড়তে পারেনি। পুরো ম্যাচে পজেশন আর আক্রমণে আধিপত্য দেখিয়ে জয়ের আনন্দে ভাসল আর্সেনাল। তাদের গোলগুলো করেন গাব্রিয়েল মাগালিয়াইস, মার্তিন সুবিমেন্দি, লিয়ান্দ্রো ত্রোসার আর গাব্রিয়েল জেসুস।
১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হলো ৪৫। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।
এই হারে শিরোপা লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়ল ভিলা। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে উনাই এমেরির দল।
দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথের সাথে ২-২ ড্র করেছে চেলসি।
১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে চেলসি। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল, আর তারা একটা ম্যাচ কমও খেলেছে।
