ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) বাছাই করা বর্ষসেরা টেস্ট একাদশে ঠাঁই পেয়েছেন তিন ভারতীয় তারকা। দ্বাদশ ব্যক্তি হিসেবে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার নাম নেই তালিকায়। সেটা অবশ্য প্রত্যাশিত ছিল, কেননা বছরের শুরুতে বর্ডার-গাভাসকর ট্রফিতেই তারা ব্যর্থ হন এবং এরপরই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন।
কে কে রয়েছেন দলে?
তবে কোহলি-রোহিত না থাকলেও তিন ভারতীয় তারকা জায়গা করে নিয়েছেন:
লোকেশ রাহুল: ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছেন তিনি। ২০২৫ সালে ১৯ ইনিংসে ৮১৩ রান করেন তিনি, সাথে তিনটি সেঞ্চুরি। গড় ৪৫-এর বেশি। ইংল্যান্ড সিরিজে তিনি করেন ৫৩২ রান, যা গত ২০ বছরে বিদেশি ওপেনারদের মধ্যে সর্বাধিক।
শুভমান গিল: ভারত অধিনায়কও রয়েছেন এই দলে। চলতি বছর ১৬ ইনিংসে ৯৮৩ রান করেছেন তিনি। শুধু ইংল্যান্ড সিরিজেই তার রান ৭৫৪, সাথে পাঁচটি সেঞ্চুরি। গড় ৭০-এর বেশি।
জসপ্রীত বুমরাহ: বিশ্বের সেরা এই পেসার মাত্র ১৪ ইনিংসে ৩১ উইকেট শিকার করেছেন এই বছর। তার গড় মাত্র ১৪।
রবীন্দ্র জাদেজা: দ্বাদশ ব্যক্তি হিসেবে দলে রয়েছেন এই অল-রাউন্ডার। ২০২৫ সালে ১৭ ইনিংসে ৭৬৪ রান ও ২৫ উইকেট নিয়ে তিনি দারুণ পারফর্ম করেছেন।
কারা আর রয়েছেন দলে?
তিন ভারতীয় ছাড়াও দলে রয়েছেন চার অস্ট্রেলিয়ান (ট্র্যাভিস হেড, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড), দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার (টেম্বা বাভুমা, সিমন হার্মার) এবং দুই ইংরেজ (জো রুট, বেন স্টোকস)।
অধিনায়ক কে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকেই এই বর্ষসেরা একাদশের অধিনায়ক করা হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই সেরা টেস্ট একাদশ:
কে.এল. রাহুল, ট্র্যাভিস হেড, জো রুট, শুভমান গিল, টেম্বা বাভুমা (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, জসপ্রীত বুমরাহ, স্কট বোল্যান্ড, সিমন হার্মার। (দ্বাদশ: রবীন্দ্র জাদেজা)
