ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের জন্য ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে সম্প্রতি বিসিসিআইয়ের এক নির্দেশে বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
মোস্তাফিজ ইস্যুতে এরপর অনেক জল গড়িয়েছে। বিষয়টি শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পর্যন্ত সীমাবদ্ধ না থেকে গড়িয়েছে রাষ্ট্রীয় পর্যায়েও। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিসিবি সিদ্ধান্ত নেয়, তারা ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না। একই সঙ্গে বাংলাদেশ সরকার আইপিএল সংক্রান্ত সংবাদ প্রচারে নিষেধাজ্ঞাও দেয়।
এত কাণ্ড ঘটলেও তাতে খুব একটা বিচলিত নন মোস্তাফিজ। বর্তমানে বিপিএলে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা পেসার। রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন ‘স্লগ ওভারের মাস্টার’। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট পূর্ণ করার পাশাপাশি বিপিএলের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনি। সেরা বোলারের দৌড়েও রয়েছেন ফিজ। — টি স্পোর্টস
মোস্তাফিজ ইস্যুতে এবার নতুন করে আগুনে ঘি ঢালল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিএসএলের অফিসিয়াল পেজ থেকে বাংলাদেশি এই পেসারকে নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।
আজ মোস্তাফিজকে স্বাগত জানিয়ে দেওয়া সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল,
‘ব্যাটারদের সাবধানে থাকা উচিত… নতুন যুগে আসছে ফিজ। পিএসএলের ১১তম মৌসুমে মোস্তাফিজুর রহমান।’
পিএসএলের ১১তম আসরে মোস্তাফিজের ডাক পাওয়া অনেকটাই প্রত্যাশিত ছিল। কারণ বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। চলমান বিপিএলেও রংপুরের হয়ে ৫ ম্যাচে পেয়েছেন ৯ উইকেট।
এর আগে ২০১৭–১৮ মৌসুমে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। সেই আসরে ৫ ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। এবার তিনি পুরোনো দলে ফিরবেন, নাকি নতুন কোনো ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখাবেন—তা নিয়েই এখন অপেক্ষা।
পিএসএলের ১১তম আসর শুরু হবে ২৬ মার্চ, চলবে ৩ মে পর্যন্ত। জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে প্লেয়ার ড্রাফট। খবর অনুযায়ী, মোস্তাফিজকে রাখা হবে সর্বোচ্চ ‘মারকিউ’ ক্যাটাগরিতে।
