ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো–র এক প্রতিবেদনে দাবি করা হয়, আইসিসি বাংলাদেশের অনুরোধ মানছে না। সেখানে বলা হয়, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে, নইলে পয়েন্ট কাটা যাবে—এমন নির্দেশ নাকি দিয়েছে আইসিসি।

এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই প্রশ্ন তুলতে থাকেন—ক্রিকইনফোর এই প্রতিবেদন কি সত্যি? তাহলে কি বাংলাদেশ বিশ্বকাপ খেলতেই যাবে না?

বিষয়টির সত্যতা জানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্তত পাঁচজন পরিচালক এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের সবাই একই কথা জানিয়েছেন—এই বিষয়ে আইসিসির সঙ্গে বিসিবির এমন কোনো নির্দেশনামূলক আলোচনা হয়নি।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টার আগে স্পষ্ট করে বলেন,
“ক্রিকইনফোর এই খবর একেবারেই সত্য নয়। আইসিসি কখনোই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে।”

তিনি জানান, বিসিবির সঙ্গে আইসিসির একাধিক কর্মকর্তার ব্যক্তিগত পর্যায়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে। আইসিসি শুধু জানতে চেয়েছে, বাংলাদেশ কেন ভারতে যেতে চায় না।

বুলবুল বলেন,
“আমরা আমাদের ইমেইলে পরিষ্কারভাবে জানিয়েছি, আমাদের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ আছে। এই কারণেই আমরা ভারতে যেতে চাইছি না।”

তিনি আরও জানান, গতকাল রাতে আইসিসি বিসিবির কাছে আবারও বিস্তারিতভাবে জানতে চেয়েছে—ঠিক কী কী নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের নিরাপদ মনে করছে না। সেই পূর্ণাঙ্গ ব্যাখ্যা আইসিসির কাছে তুলে ধরা হবে।

“এরপর আইসিসি কী সিদ্ধান্ত নেয়, সেটা পরে বলা যাবে। কিন্তু হুট করে বলা হচ্ছে—আইসিসি বাংলাদেশকে ভারতে খেলতেই বলেছে, নইলে বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে—এই খবর সম্পূর্ণ মিথ্যা,” দ্ব্যর্থহীন ভাষায় বলেন বিসিবি সভাপতি।

 

news