খাগড়াছড়ির রামগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১২ মে) বিকেলে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে (অনুর্ধ-১৭) বালক টুর্নামেন্ট খেলার  উদ্বোধনী ম্যাচে পাতাছড়া ইউনিয়ন পরিষদ একাদশকে ৮-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।  বিশেষ অতিথি সহকারি কমিশনার (ভূমি)  উম্মে হাবিবা মজুমদার,  রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ  শামসুজ্জামান।   উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত উদ্বোধনী অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন।

উদ্বোধনী খেলার প্রথমার্ধে রামগড় পৌরসভা  ৫টি গোল দেয় পাতাছড়াএকাদশকে। অপরদিকে পাতাছড়া একাদশ পৌরসভাকে ১টি গোল দেয়।  খেলার শেষার্ধে রামগড় পৌরসভা একাদশ  পাতাছড়াকে  আরও ৩টি গোল দিয়ে ৮-১ গোলে বিজয়ী হয়। 

 খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন শুভ ভৌমিক এবং সহকারী রেফারি  ছিলেন, দীপ দে ও সম্পদ বড়ুয়া। ধারাভাষ্যকার ছিলেন হানিপ মিয়া।

উল্লেখ্য, উপজেলা  পর্যায়ে  রামগড় পৌরসভা, রামগড় ইউনিয়ন ও পাতাছড়া ইউনিয়ন এই তিনটি দল টুর্নামেন্টে  অংশ গ্রহণ করেছে। এছাড়া অনুর্ধ ১৭ বালিকা দলও রয়েছে।   ১৮ মে  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা।   

news