বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রামগড় পৌরসভা রামগড় সদর ইউনিয়ন কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 
১৮ ই মে বুধবার বেলা চারটায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। 

টুর্ণামেন্টে রামগড় পৌরসভার ক্যাচিংনু মারমা ম্যান অফ দ্যা টুর্নামেন্ট, ম্রাঘ্য মারমা ম্যান অব দ্যা ফাইনাল,মোঃ পারভেজ সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কৃত হন। গত ১২ই মে থেকে শুরু হওয়ায় টুর্ণামেন্টে   রামগড় পৌরসভা একাদশ, রামগড় সদর ইউনিয়ন ও পাতাছড়া ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। 

 প্রধান অতিথি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জেলার প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মানোন্নয়ন ও ক্রীড়াঙ্গনকে  প্রাণবন্ত করতে  সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে উদ্যোক্তাদের সহযোগিতা প্রত্যাশা করেন। পরে জেলা প্রশাসক বিজয়ী পৌর একাদশের দলনেতার হাতে গোল্ডকাপ তুলে দেন এবং রানার্সআপ রামগড় ইউনিয়ন একাদশের দলনেতার হাতে বিজয়ী ট্রফি তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের  চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জুয়েল চাকমা, মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃশামসুজ্জামান, রামগড় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর প্রমুখ।

news