সৌদি আরবে উচ্চ ইকামা নবায়ন ফি’র কারণে চাকরি হারাচ্ছেন অনেক বাংলাদেশি কর্মী। এ বিষয়ে তাদের অধিকার রক্ষায় পদক্ষেপ নিচ্ছে সরকার।
বৃহস্পতিবার সৌদি আরবে সফররত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আব্দুল্লাহ আবুথনাইনের সঙ্গে বৈঠক করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ শ্রম আইন সংস্কার করছে, যাতে উভয় পক্ষের অধিকার সংরক্ষিত হয়। এ ছাড়া, কর্মীরা যেন বাংলাদেশ ছাড়ার আগেই তাদের নিয়োগ চুক্তি নিশ্চিতভাবে পান, সে বিষয়েও আলোচনা হয়েছে।
ঢাকায় সৌদি দূতাবাসে পেশাদার সার্টিফিকেট সত্যায়নে বিলম্বজনিত সমস্যার সমাধানে সৌদি কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।
তিনি বলেন, “আমরা সৌদি আরবের মেগা প্রকল্পগুলোতে আরও দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী এবং সৌদি ভাইস মিনিস্টারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি।”
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে আরেকটি বৈঠকে নিরাপত্তা ও অভিবাসন সহযোগিতা জোরদার, অনিয়মিত অভিবাসন রোধ এবং বাংলাদেশি বন্দিদের জন্য রাজকীয় ক্ষমার অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ ও সৌদি আরবের এই বৈঠকগুলো শ্রম অভিবাসন ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।


