বাংলাদেশে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধের সুযোগ সৃষ্টিতে আইনি সংশোধনের উদ্যোগ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। সুইজারল্যান্ডের জেনেভায় সোমবার (১৬ জুন) অনুষ্ঠিত ৫৯তম মানবাধিকার পরিষদের অধিবেশনে উপস্থাপিত বার্ষিক প্রতিবেদনে এ উদ্বেগ জানান তিনি।

ফলকার তুর্ক বলেন, “বাংলাদেশ পরিস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রাজনৈতিক সংলাপের অগ্রগতি। সংস্কার ও একটি অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির জন্য আমি ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করি।”

তবে তিনি সতর্ক করে বলেন, “রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধের উদ্দেশ্যে যে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে, তা মতপ্রকাশ, সংগঠনের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ করবে। এটি গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।”

জাতিসংঘ হাইকমিশনার আরও জানান, বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের জন্য আলোচনা চলমান রয়েছে এবং অচিরেই এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন।

মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সরকারকে আরও সহনশীল, গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি জোর দেন, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর।

জাতিসংঘের এমন অবস্থান বাংলাদেশে রাজনৈতিক পরিসরে নতুন করে আলোচনা তৈরি করেছে এবং আইনি সংশোধনের বিষয়টি এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।

news