দেশে আবারও করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে আশার খবর, এই সময়ের মধ্যে করোনায় কেউ মারা যায়নি।
শুক্রবার (২০ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১০৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৬.৬৬ শতাংশ।
এর আগের দিন, বৃহস্পতিবার (১৯ জুন), দেশে করোনা শনাক্ত হয় ২৮ জনের। নতুন এই ৬ জন যুক্ত হওয়ায় দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩৮ জনে।
করোনায় দেশে মোট মৃতের সংখ্যা এখনো ২৯ হাজার ৫০৬ জনেই রয়েছে, কারণ নতুন করে কেউ মারা যাননি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এ সময়ে মোট করোনা শনাক্ত হয়েছে ৩৯৩ জনের।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
বিশেষজ্ঞদের পরামর্শ, যেহেতু সংক্রমণ আবারও ধীরে বাড়ছে, তাই মাস্ক ব্যবহার, হাত ধোয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। যেকোনো লক্ষণ দেখা দিলেই দ্রুত টেস্ট করানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।


