বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল আজ সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সেনাসদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে দু’পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদার করার নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

আলোচনাকালে হাইকমিশনার সুসান রাইল জানান, বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতা উন্নয়নে অস্ট্রেলিয়া সরকার সহযোগিতা দিতে আগ্রহী। বিশেষ করে প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও আধুনিকীকরণে সহায়তার বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে সামরিক কূটনীতির পরিসর আরও বিস্তৃত করার ওপর জোর দেন তিনি।

এই সৌজন্য সাক্ষাৎকে বাংলাদেশ–অস্ট্রেলিয়া সম্পর্কের ক্ষেত্রে সামরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ইতিবাচক ইঙ্গিত হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

 

news