গত ছয় মাসে অনেক নতুন ধারাবাহিকের আগমন হয়েছে। কিন্তু টিআরপি তালিকার শীর্ষে নিজেদের জায়গা করা সবসময় সহজ নয়। সম্প্রতি প্রকাশিত টিআরপি রিপোর্টে দেখা গেল, প্রথম সপ্তাহেই ঝড় তুলেছে শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতির নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’।

প্রথম সপ্তাহেই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করেছে। পঞ্চম স্থানে অবস্থান করছে এই গল্পটি। অন্যদিকে এই সপ্তাহের প্রথম স্থানে রয়েছে ‘পরিণীতা’, যা পারুল ও রায়ানের কাহিনির ৬.৫ নম্বর পেয়ে শ্রোতাদের মন জিতেছে।

অনেকটা নম্বর কমেছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের। তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু অভিনীত এই ধারাবাহিক পেয়েছে ৫.৯ নম্বর।

এই সপ্তাহে তৃতীয় স্থানে অবস্থান করছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’, ‘ফুলকি’ এবং ‘জগদ্ধাত্রী’—এই তিনটি ধারাবাহিকেরই নম্বর ৫.৮। পুজোর সময়ে দর্শকরা এতেও হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পেয়েছেন।

চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’, ‘আমাদের দাদামণি’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’, যারা ৫.৭ নম্বর পেয়েছে।

এভাবে দর্শকরা প্রথম সপ্তাহেই ‘জোয়ার ভাঁটা’র প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং নতুন ধারাবাহিকের উত্থান দেখাচ্ছে, যা পুরনো ধারাবাহিকের জন্য চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে।

 

news