অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ এবং শুভ্রজিৎ দত্তের ‘দেবী চৌধুরাণী’ দর্শকের মন জয় করছে। কিন্তু ছবির সাফল্যের পেছনে শুধু অভিনেতা-নায়িকারাই নন—গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রোজা পারমিতা দে ও ফিরদৌসি বসু।

দর্শকরা জানেন না, অনীকের ছবিতে নায়িকা কাজী নওসাবা আহমেদের কণ্ঠ দিয়েছেন রোজা পারমিতা দে। একইভাবে, শুভ্রজিতের ছবিতে বিবৃতি চট্টোপাধ্যায় অভিনীত ‘নিশি’ চরিত্রের কণ্ঠ দিয়েছেন ফিরদৌসি বসু। নওসাবার ভিসা সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে তারা সরাসরি ডাবিং করতে পারেননি, তাই পরিচালক বেছে নেন এই দুই অভিনেত্রীকে।

রোজা জানিয়েছেন, “নওসাবা যখন আসতে পারলেন না, তখন অনীকদারের চিন্তা ছিল। আমি পূর্ববঙ্গীয় হওয়ায় স্থানীয় বাঙাল উচ্চারণ মোটামুটি জানতাম। তাই আমাকে অনুরোধ জানানো হয় সংলাপ ডাবিং করার জন্য।”

ফিরদৌসিও জানান, “শুভ্রজিৎদারের ফোনে হঠাৎ বলা হয়, আমার সংলাপ রেকর্ড করতে হবে। পরিচালক ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুনবেন। কিছুক্ষণের মধ্যেই আমাকে বেছে নেওয়া হয়। বিবৃতির চরিত্রের তুলনায় আমার কণ্ঠ ভারী, তাই উচ্চারণে বিশেষ খেয়াল রাখতে হয়।”

দু’জনই পরিশ্রম করে কাজ সম্পূর্ণ করেছেন এবং দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। ঠিক যেমন, ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’ ছবিতে প্রয়াত রীতা কয়রাল কিরণ খেরের চরিত্রের কণ্ঠ দিয়েছিলেন, কিন্তু জাতীয় পুরস্কার পেয়েছিলেন কিরণ খের। একইভাবে, রোজা ও ফিরদৌসির অবদানও সমান গুরুত্বপূর্ণ।

দর্শকরা যদিও এগুলো জানেন না, তবুও এই দুই অভিনেত্রীর ডাবিং ও কণ্ঠে ছবিগুলোর প্রাণ ফুটে উঠেছে, যা সাফল্যের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

news