দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও নজর কাড়লেন তার সাহসী এবং উষ্ণ লুক দিয়ে। সমুদ্রপাড়ে কালো বিকিনি পরে নুসরাতের ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

শনিবার (৪ অক্টোবর) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি শেয়ার করেন ফারিয়া। ছবিতে দেখা যাচ্ছে, নীল সমুদ্রপাড়ে বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী। খোলা চুল, চোখে চাহনি আর মিষ্টি হাসি—সবকিছু মিলিয়ে ফারিয়া যেন জলকেলির মজা দিচ্ছেন।

ক্যাপশনে ফারিয়া লিখেছেন:
"তোমার চোখের জন্য অনেক বেশি? তাহলে স্ক্রল করো প্রিয়।"

এই স্ট্যাটাসটি ব্যক্তিগত প্রোফাইলেও শেয়ার করেছেন তিনি। মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে দুই বাংলার আরেক জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি লিখেছেন, ‘উফ গরমি।’ মাহির কমেন্টে লাজুক ইমোজি যোগ করেছেন ফারিয়া।

কমেন্ট বক্সেও নেটিজেনরা নুসরাতের রূপের প্রশংসা করেছেন। তানজিলা আক্তার নাদিয়া লিখেছেন, ‘অসাধারণ।’ এফএম সুয়েতি আলি বলেছেন, ‘অনেক অনেক সুন্দর, অনেক দারুণ।’ মো. আশিক নামে এক ভক্ত লিখেছেন, ‘এতো সুন্দর!’

নুসরাত ফারিয়া ফেসবুকে সবসময়ই সরব থাকেন। কখনও নিজের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেন, কখনও বা নিজের অনুভূতি ও মনোভাব প্রকাশ করেন।

শোবিজে দীর্ঘকাল ধরে কাজ করছেন ফারিয়া। প্রথমে রেডিও জকি হিসেবে শুরু করেন তার ক্যারিয়ার। এরপর মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পদার্পণ করেন। ঢালিউডের পাশাপাশি টালিউডেও কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন এই লাস্যময়ী অভিনেত্রী।

 

news