সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমারের দ্বিতীয় সংসারও শেষ হয়ে গেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফেসবুকে পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সালমারের স্বামী, আইনজীবী সানাউল্লাহ নূর সাগর।

ফেসবুক পোস্টে সানাউল্লাহ নূর লিখেছেন, “কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স সম্পন্ন হয়েছে। পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই আমাদের আলাদা হয়ে যাওয়ার প্রধান কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। সবাইকে অনুরোধ করছি, বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকুন।”

নিজেদের একমাত্র কন্যাসন্তানের ব্যাপারে তিনি আরও লেখেন, “আমরা দুটি মানুষ আলাদা হলেও একটি কন্যাসন্তান রয়েছে। তাই আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরকাল আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় থাকবেন। পাশাপাশি জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছি।”

মৌসুমী আক্তার সালমা ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পারিবারিক আয়োজনে আইনজীবী সানাউল্লাহ নূরের সঙ্গে বিয়ে করেন। প্রথম সংসারের বিচ্ছেদের সাড়ে তিন বছর পর এই বিয়ে হয়েছিল। পরবর্তী বছরের জানুয়ারিতে সাংবাদিকদের ডেকে তিনি স্বামীকে পরিচয় করিয়ে দেন। সাত বছরের মাথায় তাদের এই সংসারের বিচ্ছেদের খবর জানা গেল।

এর আগে, ২০১১ সালে তিনি রাজনীতিবিদ শিবলী সাদিককে বিয়ে করেছিলেন। ২০১৬ সালের ২০ নভেম্বর সেই সংসার বিচ্ছিন্ন হয়। প্রথম সংসার থেকে ‘স্নেহা’ নামে একটি কন্যাসন্তান রয়েছে তার।

উল্লেখ্য, এনটিভি আয়োজিত দেশের জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘ক্লোজআপ: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি পান মৌসুমী আক্তার সালমা। এরপর আধুনিক ও লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

news