দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় প্রকাশ্যে বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ ঘোষণা করেছেন। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাথিতে নিজের দল তামিলাগা ভেট্রি কাজাগম-এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় বিজেপি ও রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে—উভয়ের বিরুদ্ধেই তীব্র আক্রমণ চালান।
বিজয় বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর রাজনৈতিক শত্রু হলো ডিএমকে। আমরা কোনোদিন ভয় পাইনি, কোনো আন্ডারওয়ার্ল্ড ব্যবসা চালাই না। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। চলুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি আর বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।”
নিজের বক্তব্যে তিনি সিংহের উদাহরণ টেনে বলেন, “সিংহ সবসময় সিংহই থাকে। একবার গর্জন করলে তার শব্দ আট কিলোমিটার দূর পর্যন্ত কম্পন তোলে। শিকার করতে বের হলে জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা কিন্তু সিংহই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “আপনারা হয়তো ভেবেছেন ২০২৯ সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে। কিন্তু ভুল করবেন না। পদ্মপাতায় যেমন জল টিকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না।
