মার্কিন সড়কে ভয়াবহ এক দুর্ঘটনার জেরে বড় সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। বিদেশি ট্রাক চালকদের জন্য সব ধরনের ওয়ার্কার ভিসা তাৎক্ষণিকভাবে স্থগিত করে দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ ঘোষণা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

রুবিও সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) লিখেছেন, “আমরা বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য সব ওয়ার্কার ভিসা স্থগিত করছি। বিদেশি চালকদের সংখ্যা দিনে দিনে বাড়ছে, আর এতে মার্কিন নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে।”

ফ্লোরিডায় ভয়াবহ দুর্ঘটনা থেকে শুরু

ঘটনার সূত্রপাত ফ্লোরিডার একটি হাইওয়েতে। নিয়ম ভেঙে এক ট্রাক ইউ-টার্ন নেওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত হন। এরপর থেকেই ব্যাপক চাপের মুখে পড়ে বাইডেন-বিরোধী ট্রাম্প শিবির।

প্রতিবেদন অনুযায়ী, ওই ট্রাকটির চালক ছিলেন ভারতের পাঞ্জাবের বাসিন্দা হরজিন্দর সিং। তিনি অবৈধভাবে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। শুধু তাই নয়, দুর্ঘটনার পর জানা যায় তিনি ইংরেজি পরীক্ষায় ফেল করেছিলেন।

রাজনৈতিক মাত্রা পেল দুর্ঘটনা

হরজিন্দর সিং পরবর্তীতে বাণিজ্যিক লাইসেন্স পেয়ে ক্যালিফোর্নিয়ায় বসবাস শুরু করেন। এখান থেকেই বিষয়টি বড় ধরনের রাজনৈতিক ইস্যুতে রূপ নেয়। কারণ ক্যালিফোর্নিয়া একটি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্য, যারা সবসময় ট্রাম্পের অভিবাসন-বিরোধী নীতির বিরোধিতা করে।

ওই ভারতীয়কে লাইসেন্স দেওয়ার ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে তীব্র সমালোচনা করেছে ট্রাম্প প্রশাসন।

নিউসম প্রশাসনের পাল্টা দাবি

তবে নিউসমের অফিস থেকে জানানো হয়েছে, হরজিন্দর সিংকে ওয়ার্ক পারমিট দিয়েছিল ফেডারেল সরকার, যখন ট্রাম্পই ক্ষমতায় ছিলেন। শুধু তাই নয়, ক্যালিফোর্নিয়া প্রশাসন তাঁকে প্রত্যর্পণ প্রক্রিয়াতেও সহযোগিতা করেছিল।

এই দুর্ঘটনার পর শুধু ভিসা স্থগিতই নয়, যুক্তরাষ্ট্রে বিদেশি ট্রাক চালকদের কর্মসংস্থান ও নিরাপত্তা মান নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

 

news