ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে নিয়ে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে বিজেপি। এনডিটিভির প্রতিবেদনের অনুযায়ী, মহুয়া বলেছেন, যদি অমিত শাহ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রোধ করতে ব্যর্থ হন, তাহলে তার শিরশ্ছেদ করা উচিত।
মন্তব্যটি তিনি গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় একটি অনুষ্ঠানের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে দেন। এরপর ছত্তিশগড় পুলিশ রায়পুরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মহুয়ার বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা এবং অভিযোগ তোলার অভিযোগ আনা হয়েছে।
বিজেপি মহিলাদের শাখা সোমবার দুপুর ২টায় কলকাতায় পদযাত্রার মাধ্যমে প্রতিবাদ করবে। ছত্তিশগড় বিধানসভার স্পিকার ও বিজেপি নেতা রমন সিং বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল সাংসদের মন্তব্য শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছে। এমন শব্দ আমাদের প্রধানমন্ত্রীকেও বর্ণনা করার জন্য ব্যবহার করা হচ্ছে।”
বিজেপির অমিত মালব্য মহুয়ার প্রতি কটাক্ষ করে বলেন, “সারা বছর আপনি তৃণমূলী, আর নির্বাচনের সময় হঠাৎ সনাতনী? কেউ একই সঙ্গে হিন্দু ও তৃণমূল সমর্থক হতে পারে না।”
তবে তৃণমূলের পক্ষ থেকে রাজ্য মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন, “মহুয়া বোকা নন যে তিনি কোনো সম্প্রদায়কে অসম্মান করবেন। বরং বিজেপিই বাঙালিদের অসম্মান করছে। তারা মহুয়াকে টার্গেট করছে, কারণ তিনি সংসদে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর।
