পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, পুজোর মরসুমে রাজ্যকে কোনও আগাম তথ্য না দিয়ে ডিভিসি কর্তৃপক্ষ একতরফা ৬৫০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে। এর ফলে বাংলার লক্ষ লক্ষ মানুষ তাৎক্ষণিক বিপদের মধ্যে পড়েছেন।
শুক্রবার একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি লিখেছেন, “বিজয়া দশমীর আনন্দ, উল্লাস এবং নতুন আশার সময়। তবুও পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে না দিয়ে, ডিভিসি কোনও আগাম বার্তা না পাঠিয়ে ৬৫০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে।”
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, “এই বেপরোয়া কাজটি আমাদের পবিত্র উৎসবে দুর্দশা সৃষ্টির চেষ্টা ছাড়া কিছু নয়। একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য।”
তিনি স্পষ্ট করেছেন, “অবহিত না করে জল ছেড়ে দিয়ে, ডিভিসি বাংলার লক্ষ লক্ষ জীবনকে তাৎক্ষণিক বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং ডিভিসি দ্বারা সৃষ্ট একটি ম্যান মেড দুর্যোগ। আমি বাংলার বিসর্জন করতে দেব না কাউকে। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র আমরা পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করব। মিথ্যার উপর সত্য জয়লাভ করবে। অশুভের উপর জয়লাভ করবে শুভ।”
পোস্টের শেষে মুখ্যমন্ত্রী লিখেছেন, “জয় মা দুর্গা!”
প্রসঙ্গত, চলতি বছরের বর্ষার মরসুমেও রাজ্যের বন্যা পরিস্থিতি মানুষ-সৃষ্ট বা ‘ম্যান-মেড’ বলেও দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি সতর্ক করেছেন, বাংলার মানুষকে কেউ বিপদে ফেলতে পারবে না।


