বিভিন্ন ইস্যুতে ভারতীয় সংসদে বিরোধীদের তুমুল হট্টগোল, ধর্না-অবস্থান

ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় দিনে আজ সংসদের উভয়কক্ষে বিরোধী দলের এমপিরা তুমুল হট্টগোল ও হৈচৈ করেছে। এর ফলে অধিবেশনের কার্যক্রম মুলতবি করতে হয়।

আজ (বুধবার) ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের এমপি’রা সংসদের নিম্নকক্ষ  লোকসভার কক্ষে 'গব্বর সিং স্ট্রাইকস এগেইন'-এর পোস্টার প্রদর্শন করেন। কংগ্রেস দলের ওই কার্যক্রমের তীব্র বিরোধিতা করেছে কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি।

কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সংসদ অচল করার পিছনের স্থপতি বলেছেন। বিরোধী দলের সংসদ সদস্যরা গত কয়েকদিন ধরে কিছু খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং পণ্য ও পরিসেবা কর ‘জিএসটি’র হার বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন। আজ (বুধবার) সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না-অবস্থান কর্মসূচি পালন করেন বিরোধী এমপি’রা। এ সময় তাদের হাতে ছিল দুধের প্যাকেট ও অন্যান্য খাদ্য সামগ্রী। তারা জিএসটি প্রত্যাহার করো, মোদি সরকার হায়-হায় ইত্যাদি স্লোগান দেন।         

কংগ্রেসের সিনিয়র নেতা ও রাজ্যসভার এমপি জয়রাম রমেশ বলেন, ‘আজ সকালে রাজ্যসভায় কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরা খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ‘জিএসটি’র  ‘অযৌক্তিক হার বৃদ্ধির বিষয়ে জরুরি বিতর্কের দাবি জানিয়েছে৷ কিন্তু সরকার এটি অস্বীকার করেছে। দুপুর ২টা পর্যন্ত সংসদের কার্যক্রম মুলতবি করা হয়। মোদী সরকারের জেদ অব্যাহত রয়েছে। এরফলে সংসদে কাজকর্ম হতে পারছে না।’   

অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সংসদ স্থগিত করার পিছনের স্থপতি হিসেবে বর্ণনা করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, রাহুল গান্ধী সংসদীয় ঐতিহ্যের অবমাননা করছেন। তিনি বলেন, লোকসভায় রাহুল গান্ধীর উপস্থিতি ৪০ শতাংশেরও কম। তিনি জিজ্ঞেস করেন রাহুল গান্ধী সংসদে এ পর্যন্ত কত প্রশ্ন করেছেন?   ‘ভারতীয় সংসদ ভারতের প্রত্যাশা ও আকাঙ্খার প্রতীক। ভারতের জনগণ চায় যেসকল ইস্যু এবং বিষয়গুলো জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো সংসদে আলোচনা করা উচিত, কিন্তু কংগ্রেস দল এটি হতে দিতে চায় না’ বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে

news