এবার অনেকগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্র সাগরে ছুড়ল উত্তর কোরিয়া

কেসিএনএ গত ২১ আগষ্ট দেশটির  ইস্ট সী ফ্লিট এর সেকেন্ড সারফেস শিপ স্কোয়াড্রনের একটি জাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র জাপান সাগরে নিক্ষেপের এ ছবি প্রকাশ করে

উত্তর কোরিয়া তার কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূল থেকে শনিবার (২ সেপ্টেম্বর) সাগর অভিমুখে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

দক্ষিণ কোরিয়া জয়েন্ট চীফস অব স্টাফ এক বিবৃতে জানিয়েছে যে, তাদের  ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষ এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয় বিশ্লেষণ করছে।

গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানায় যে, পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়া জুড়ে পারমাণবিক হামলা চালানোর ‘পুড়ামাটির’ কৌশল অবলম্বন করেছে।
শুক্রবার সিউল ঘোষণা করে যে, উত্তর কোরিয়ার মহাশুণ্য রে কট নিক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবে তারা দেশটির ৫ ব্যক্তি ও একটি কোম্পানির উপর অবরোধ আরোপ করেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news