ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে হামাস, পরীক্ষা করে দেখছে

হামাস বলেছে, তাদের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে ইসরায়েলের আনুষ্ঠানিক জবার তারা শনিবার(২৭ মার্চ) হাতে পেয়েছে। হামাসের গাজার উপপ্রধান আল-খলিল আল-হাইয়া এক বিবৃতিতে বলেন, আমরা এর জবাব দেওয়ার আগে তা পরীক্ষা করে দেখবো। বর্তমানে তিনি কাতারে অবস্থান করছেন। 

গত ৬ মাস ধরে যুদ্ধবিরতির আলোচনায় হামাসের স্থায়ী যুদ্ধবিরতির দৃঢ় দাবি নিয়ে অচলাবস্থা চলছে। আলোচনা পুণরায় শুরুর চেষ্টায় মিসরের প্রতিনিধিদল শুক্রবার ইসরায়ল সফর করে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মিসরীয় কর্মকর্তা বলেন, ইসরায়েলি প্রস্তাবে নতুন কিছু নেই তবে তারা ৪০ ইসরায়েলি জিম্মির  পরিবর্তে ৩৩ জিম্মির মুক্তির বিষয় মেনে নেবে। কিন্তু ২০ জিম্মির মুক্তির হামাসের প্রস্তাব মানবে না।

যুদ্ধবন্ধের উপায় হিসেবে যুক্তরাষ্ট্র সব জিম্মিকে মুক্তি দিতে বৃহস্পতিবার হামাসের প্রতি আহ্বান জানায়। হামাস শুক্রবার এক বিবৃতিতে বলেছে, কোন আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার না করার ঘোষণা দিয়েছে। তবে তারা জানিয়েছে, তাদের জনগণের প্রয়োজন ও স্বার্থে যে কোন নতুন ধারণা বা প্রস্তাব গ্রহণ করতে প্রস্তত রয়েছে তারা।

এদিকে টাইমস অব ইসরায়েল তাদের যুদ্ধবিরতির প্রস্তাবকে রাফাহতে হামলা চালানোর আগে হামাসে জন্য ‘শেষ সুযোগ’ বলে অভিহিত করেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news