ইসরাইলি সাম্প্রতিক অভিযানে গাজা সিটি থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন সাত লাখ ফিলিস্তিনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জেরুসালেম পোস্টের সূত্রে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী সর্বশেষ অভিযানে সাত লাখের বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে। এর মধ্যে চলতি সপ্তাহে সাড়ে পাঁচ লাখ ফিলিস্তিনি ও গত সপ্তাহে আড়াই লাখ ফিলিস্তিনি রয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, বর্তমানে গাজা সিটিতে তিন লাখের মতো ফিলিস্তিনি রয়েছে। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যে ইসরাইলি অভিযান আরো সম্প্রসারিত হলে গাজাবাসীরা নিজেদের আবাসিক ভবনগুলো ছেড়ে দিতে হবে।
ইসরাইলি গণমাধ্যমটি বলেছে, এখনো গাজা সিটির বিভিন্ন গুপ্ত ঘাঁটিতে হামাসের সদস্যরা রয়েছে। তারা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহত রেখেছে। ফলে এ পর্যন্ত বেশ কয়েকজন ইসরাইলি সেনা নিহতও হয়েছে।
ইসরাইলি বাহিনীর মুখপাত্র বলেন, ইসরাইলি বিমান বাহিনী এই পর্যন্ত ১৭০টিরও বেশি স্থাপনায় আঘাত হেনেছে। এতে হামাসের বিভিন্ন সামরিক স্থাপনা ও অস্ত্রাগার রয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর হাতে ২০ অধিক বিস্ফোরক ডিভাইস, কয়েক ডজন হাতবোমা ও অন্যান্য কিছু বোমা এসেছে।


