তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে ঘটল ভয়াবহ বিপর্যয়। কারুর জেলায় আয়োজিত এই র‍্যালিতে পদদলিত হয়ে প্রাণ হারালেন অন্তত ৪০ জন, আহত আরও শতাধিক। ট্র্যাজেডির পরপরই বিজয়সহ তাঁর দলের কয়েকজন নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে পুলিশ।

রবিবার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, বিজয়ের গ্রেপ্তার দাবি উঠতেই চেন্নাইতে তাঁর বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত বিচারক অরুণা জগদীশনকে প্রধান করে তদন্ত কমিশন গঠন করেছে।

বিজয়ের দেরি ও নিরাপত্তাহীনতাই কি বিপর্যয়ের কারণ?

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও বিজয় প্রায় সাত ঘণ্টা দেরিতে পৌঁছান। এসময় প্রচণ্ড গরমে ভিড় জমে গাদাগাদি অবস্থায় দাঁড়িয়ে ছিল প্রায় ৩০ হাজার মানুষ। দীর্ঘ অপেক্ষা, তীব্র গরম আর পানি–স্বাস্থ্যসেবার অভাবে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। বিজয় মঞ্চে ওঠার পর হুড়োহুড়ি আরও বাড়ে। তিনি বক্তব্য থামিয়ে ভিড়ের দিকে পানি ছুড়ে দেন, কিন্তু ততক্ষণে শুরু হয়ে যায় প্রাণঘাতী পদদলন।

গ্রেপ্তার হতে পারেন বিজয়?

সমালোচকরা বলছেন, বিজয় নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা উপেক্ষা করেছেন। বিরোধী দল ডিএমকে নেতা মারুধু আজহাগুরায় সরাসরি অভিযোগ করেছেন, ‘‘অভিনেতা জনগণের সঙ্গে ছিলেন না, দুর্ঘটনার পর একজন হিট অ্যান্ড রান চালকের মতো পালিয়ে গেছেন চেন্নাইয়ে।’’

অনেকে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ঘটনা টেনে এনেছেন। ২০২১ সালে তাঁর এক প্রচারণা সমাবেশেও পদদলনে প্রাণহানি হলে তদন্ত কমিশন তাঁকে দায়ী করে গ্রেপ্তার করেছিল, যদিও পরে আদালত স্পষ্ট করে দিয়েছিল সেলিব্রিটি নয়, আয়োজকেরাই দায়ী।

বিজয়ের প্রতিক্রিয়া ও ক্ষতিপূরণের ঘোষণা

ঘটনার পর বিজয় রাতে ব্যক্তিগত প্লেনে চেন্নাই ফিরে যান। ফ্লাইট রাডার অনুযায়ী, তাঁর প্লেনটি ১১ হাজার মানুষ ট্র্যাক করেছিলেন। শুরুতে সাংবাদিকদের এড়িয়ে চললেও পরে এক শোকবার্তা প্রকাশ করেন তিনি। নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়ে বিজয় বলেন,
“আমি জানি, আপনাদের ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবে আপনাদের পাশে থাকা আমার কর্তব্য।”

 ২০২৬ নির্বাচনের আগে বড় ধাক্কা

বিজয়ের দল টিভিকে (তামিলাগা ভেট্রি কাজাগম) এই সমাবেশের আয়োজন করেছিল ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে। কিন্তু সমাবেশের এই ট্র্যাজেডি বিজয়ের রাজনৈতিক যাত্রার শুরুতেই বড় আঘাত হয়ে দাঁড়াল। তদন্ত চলমান, তবে জনগণের ক্ষোভে তাঁর গ্রেপ্তারের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে।

 

news