চীনে দুর্নীতিবিরোধী অভিযানের জোয়ারে এবার কঠিন শাস্তি পেলেন সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়ান। ঘুষ নেওয়ার অভিযোগে জিলিন প্রদেশের একটি আদালত তাঁকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। রোববার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়ার খবরে এ তথ্য প্রকাশিত হয়েছে।

 কোটি কোটি ইউয়ানের ঘুষ

শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন পদে দায়িত্ব পালনের সময় তাং নগদ অর্থ ও সম্পদসহ মোট ২৬ কোটি ৮০ লাখ ইউয়ান ঘুষ নিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৫ কোটি ৬০ লাখ টাকা।

 মৃত্যুদণ্ড, তবে স্থগিত

চাংচুন মধ্যবর্তী গণআদালত জানিয়েছে, তাং অপরাধ স্বীকার করেছেন। সেই কারণে তাঁর মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। সাধারণত এ ধরনের স্থগিত রায় পরবর্তীতে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়।

দ্রুত তদন্ত ও বহিষ্কার

তদন্ত শেষ হতে সময় লেগেছে মাত্র ছয় মাস। পদ থেকে অপসারণের কিছুদিন পরেই, গত নভেম্বরে তাঁকে চীনা কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহের বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার পরই এই প্রক্রিয়া শুরু হয়।

 শি চিনপিংয়ের শুদ্ধি অভিযান

২০২০ সালে প্রেসিডেন্ট শি চিনপিং চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের শুদ্ধি অভিযান শুরু করেন। তাঁর লক্ষ্য ছিল পুলিশ, প্রসিকিউটর ও বিচারকদের ‘সম্পূর্ণ অনুগত, নির্মল ও নির্ভরযোগ্য’ করে তোলা।

সরকারি জীবনী অনুযায়ী, তাং ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত গানসু প্রদেশের গভর্নর ছিলেন। এরপর তাঁকে কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

দুর্নীতি নিয়ে শি’র সতর্কবার্তা

চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট শি স্পষ্ট করে বলেছিলেন— দুর্নীতিই এখন কমিউনিস্ট পার্টির সবচেয়ে বড় হুমকি, এবং তা ক্রমেই বাড়ছে। তাং রেনজিয়ানের মৃত্যুদণ্ড তাই অনেকের কাছে শি’র সেই সতর্কবার্তার বাস্তব প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

news