পাকিস্তানে উগ্র ডানপন্থী দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান টিএলপি নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মন্ত্রিসভা সর্বসম্মতভাবে এই নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে। টিএলপির বিরুদ্ধে সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।
কিছুদিন আগে ইসরাইল-বিরোধী বিক্ষোভে টিএলপি সদস্যরা অংশ নিয়েছিল। এই বিক্ষোভে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটে। ধারণা করা হচ্ছে, এই ঘটনার জেরেই দলটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অন্যদিকে, টিএলপি এই নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করেছে এবং সহিংস রাজনৈতিক গোষ্ঠী হিসেবে তাদের অবস্থান জানিয়েছে।

এর আগে, ২০২১ সালে ইমরান খানের সরকার সহিংস বিক্ষোভের কারণে টিএলপিকে নিষিদ্ধ করেছিল। তবে, নির্দিষ্ট শর্তে ছয় মাসের মধ্যে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

 

news