আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর অক্টোবর মাসের প্রতিবেদন বলছে, ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হবে যুক্তরাষ্ট্র। তাদের বার্ষিক গড় আয় হবে প্রায় ৩১.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার! এই পরিমাণ শুনলে চোখ কপালে উঠে যায়, তাই না?

দ্বিতীয় স্থানে থাকবে চীন, যাদের অর্থনীতির আকার হবে ২০.৬ ট্রিলিয়ন ডলার। তৃতীয় স্থানে জার্মানি, তাদের অর্থনীতি ৫.৩ ট্রিলিয়ন ডলার। আর আমাদের প্রতিবেশী ভারত? তারা ২০২৫ সালে জাপানকে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে ৪.৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে। ২০২৬ সালেও তারা এই জায়গা ধরে রাখবে বলে আশা করা হচ্ছে।

তালিকার বাকি অংশে রয়েছে জাপান পঞ্চম স্থানে। এরপর যুক্তরাজ্য ষষ্ঠ স্থানে ৪,২২৫.৬৪ বিলিয়ন ডলার, ফ্রান্স সপ্তম (৩,৫৫৮.৫৬ বিলিয়ন ডলার), ইতালি অষ্টম ২,৭০১.৫৪ বিলিয়ন ডলার, রাশিয়া নবম ২,৫০৯.৪২ বিলিয়ন ডলার, আর কানাডা দশম ২,৪২০.৮৪ বিলিয়ন ডলার।

কী কারণে এই দেশগুলো এত শক্তিশালী? মূলত স্থিতিশীল শ্রমবাজার আর ভোক্তাদের অব্যাহত খরচ এই আধিপত্যের পেছনে বড় ভূমিকা রাখছে। তবে, গত বছর থেকে বিশ্ব বাজারে বাণিজ্য যুদ্ধের প্রভাব আর ভোক্তা অর্থনীতিতে দাম বৃদ্ধির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা কমানো হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ কোন পথে যাবে, সেটাই এখন সবার নজরে!

 

news