ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে হুথি বিদ্রোহীরা। শুক্রবার, ২৪ অক্টোবর, হুথিদের একজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য এএফপিকে নিশ্চিত করেছেন।
চলতি সপ্তাহের শুরুতে হুথিরা ১৫ জন বিদেশিসহ মোট ২০ জন জাতিসংঘ কর্মীকে আটক করেছিল। পরে তাদের মধ্যে অনেককে ছেড়ে দেওয়া হয়।
হুথিরা বছরের পর বছর ধরে জাতিসংঘ কর্মী এবং মানবিক সাহায্যকর্মীদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে। তবে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের গ্রেপ্তারের কার্যক্রম আরও ত্বরান্বিত হয়েছে।
সানার নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছেন, “ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে গত রাত থেকে আজ (শুক্রবার) বিকেল পর্যন্ত সাত জন জাতিসংঘ কর্মীকে আটক করা হয়েছে।”
আরেকটি হুথি সূত্রও জাতিসংঘ কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে, তবে কতজন তা নির্দিষ্ট করেনি। জাতিসংঘের কাছে এ বিষয়ে এএফপির মন্তব্যের অনুরোধ করা হলে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সমর্থিত সরকার হুথিদের এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে। তারা এটিকে “উত্তেজনা বৃদ্ধির একটি রূপ” হিসেবে উল্লেখ করেছে।
ইরানের ‘প্রতিরোধের অক্ষ’-এর গুরুত্বপূর্ণ অংশ হুথিরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি দেখিয়ে দুই বছরের গাজা যুদ্ধে প্রায়শই লোহিত সাগরে জাহাজ এবং ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে। ইসরায়েলও লেবাননে অসংখ্য হামলা চালিয়েছে। গত আগস্টে এক বড় হামলায় হুথিদের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হন।
