গাজার ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনের শাসক গোষ্ঠী হামাস ও অন্যান্য প্রধান রাজনৈতিক দল। তারা একটি স্বাধীন টেকনোক্র্যাট কমিটির হাতে গাজার শাসনভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কমিটি যুদ্ধ-পরবর্তী গাজার প্রশাসন চালাবে।

হামাসের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কায়রোতে এক বৈঠকে ফিলিস্তিনি দলগুলো এই সিদ্ধান্তে সম্মত হয়েছে। এই কমিটি গাজার জনগণের জীবনযাত্রা ও মৌলিক সেবাগুলো পরিচালনা করবে, আর এজন্য তারা আরব দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি দলগুলো তাদের জনগণের মুখোমুখি চ্যালেঞ্জগুলো মোকাবেলায় একসঙ্গে কাজ করতে চায়। তারা সব দল ও শক্তিকে একটি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে। লক্ষ্য? একটি জাতীয় কৌশল তৈরি করা এবং ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও)-কে পুনরুজ্জীবিত করা, যাতে এটি ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে। উল্লেখ্য, হামাস পিএলও-এর অংশ নয়। পিএলও নিয়ন্ত্রণ করে তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ফাতাহ।

বৃহস্পতিবার একটি সূত্র এএফপিকে জানিয়েছে, হামাস ও ফাতাহর প্রতিনিধিরা কায়রোতে বৈঠক করেছিল। সেখানে তারা মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করেছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছে, উভয় পক্ষ ভবিষ্যতে আরও বৈঠক করতে এবং ইসরাইলি সরকারের সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় ফিলিস্তিনি ঐক্য গড়ে তুলতে সম্মত হয়েছে।

এছাড়াও, মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ হামাসের মিত্র ইসলামিক জিহাদ, ডেমোক্র্যাটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এই আলোচনাগুলো গাজার ভবিষ্যৎ ও ফিলিস্তিনি ঐক্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা বলাই বাহুল্য!

 

news