আপনি যদি সিঙ্গাপুরের পাসপোর্টধারী হন, তাহলে পৃথিবীর প্রায় সব দেশেই আপনার অবাধ যাতায়াত। কিন্তু জানেন কি, এমনও দেশ আছে যেখানে এই 'শক্তিশালী' পাসপোর্ট নিয়েও আপনাকে আগে থেকে ভিসা নিতে হবে? হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ রিপোর্ট বলছে, বিশ্বের শীর্ষ পাসপোর্ট হওয়া সত্ত্বেও সিঙ্গাপুরের নাগরিকদের ৩৩টি গন্তব্যে ভিসা নিয়ে যেতে হয়।

কী এই শক্তিশালী পাসপোর্ট সূচক?
লন্ডনভিত্তিক কনসালটেন্সি ফার্ম হেনলি অ্যান্ড পার্টনার্স নিয়মিতভাবে বিশ্বের শক্তিশালী পাসপোর্টগুলোর একটি সূচক প্রকাশ করে। গত ২০ বছর ধরে তারা এই তালিকা তৈরি করে আসছে। তাদের পদ্ধতি হলো – আইএটিএ'র ডেটার ভিত্তিতে দেখা হয়, কোন দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই বা অন arrival ভিসা নিয়ে কতগুলো দেশে যাওয়া যায়। মোট ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনা করে ১৯৯টি দেশের পাসপোর্টের এই র্যাঙ্কিং তৈরি করা হয়।

২০২৫ সালের রিপোর্টে কার নাম শীর্ষে?
২০২৫ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। তাদের নাগরিকরা ভিসা ছাড়াই ২২৭টির মধ্যে ১৯৩টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। কিন্তু বাকি যে ৩৪টি গন্তব্য আছে, সেগুলো নিয়ে কিছু জটিলতা রয়েছে।

কেন কিছু দেশে ভিসা বাধ্যতামূলক?
কিছু দেশ তাদের নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক বা ভিসা নীতির কারণে বিশ্বের সব দেশের নাগরিকদের জন্যই আগাম ভিসা বাধ্যতামূলক করেছে। আবার কূটনৈতিক টানাপোড়েন বা রাজনৈতিক অস্থিরতা থাকলেও ভিসার প্রয়োজন হয়। এছাড়াও, কিছু দেশ নিজেদের নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে নির্দিষ্ট কিছু গন্তব্যে ভ্রমণে নিষেধাজ্ঞাও দিয়ে থাকে।

সিঙ্গাপুরের নাগরিকদের জন্য যেসব দেশে ভিসা নিতে হবেঃ
সিঙ্গাপুরের সেই শক্তিশালী পাসপোর্ট নিয়েও নিচের ৩৩টি দেশে ভ্রমণ করতে হলে আপনাকে আগে থেকে ভিসা নিয়ে যেতে হবে:

. আফগানিস্তান
. আলজেরিয়া
. ভুটান
. ক্যামেরুন
. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
. চাদ
. কঙ্গো প্রজাতন্ত্র
. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
. গিনি বিসাউ
. ইরিত্রিয়া
. ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
. ভারত
. ইরাক
. লাইবেরিয়া
. লিবিয়া
. মালি
. মৌরিতানিয়া
. নাউরু
. নাইজার
. নাইজেরিয়া
. উত্তর কোরিয়া
. পাকিস্তান
. রাশিয়া
. সাও তোমে ও প্রিন্সিপি
. সোমালিয়া
. দক্ষিণ সুদান
. সুদান
. সিরিয়া
. টোগো
. তুর্কমেনিস্তান
. ইউক্রেন
. ভেনেজুয়েলা
. ইয়েমেন

তালিকাটি দেখেই বোঝা যাচ্ছে, এই দেশগুলোর বেশিরভাগই রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা সংকট বা কঠোর ভিসা নীতির জন্য পরিচিত।

 

news