বলিভিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন রদ্রিগো পাজ। মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) দলের প্রায় ২০ বছর শাসনের অবসান ঘটিয়ে তিনি বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ফলে দক্ষিণ আমেরিকার দেশটিতে এক নতুন যুগের সূচনা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বলিভিয়ার কংগ্রেসে শপথ নেন ৫৮ বছর বয়সী পাজ। তিনি বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের ছেলে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যবসাপন্থী রক্ষণশীল পাজকে হাততালি দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
তিনি বলেন, ‘স্রষ্টা, পরিবার ও দেশ: হ্যাঁ, আমি শপথ নিচ্ছি।’ গত মাসে তিনি দ্বিতীয় দফা নির্বাচনে জয়ী হয়েছিলেন। তার উদ্বোধনী ভাষণে তিনি বলেন, দুই দশক ধরে বামপন্থী শাসনের পর বলিভিয়া এখন বিশ্বের জন্য উন্মুক্ত হবে।
তবে পাজকে বলিভিয়ার ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে হবে। দেশটিতে বছরে পর বছর ধরে মুদ্রাস্ফীতি ২০ শতাংশেরও বেশি এবং জ্বালানি ও ডলারের দীর্ঘস্থায়ী ঘাটতি রয়েছে।
প্রচারণার সময় খ্রিস্টান ডেমোক্র্যাট পাজ অর্থনৈতিক সংস্কারে ‘সবার জন্য পুঁজিবাদ’ পদ্ধতির প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই পদ্ধতিতে বিকেন্দ্রীকরণ, কম কর এবং আর্থিক শৃঙ্খলার সাথে অব্যাহত সামাজিক ব্যয় মিশ্রিত থাকবে।
তিনি অর্থনীতিকে স্থিতিশীল করার সময় সামাজিক কর্মসূচি বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, দুটি জিনিস একইসাথে সম্ভব নয়।
