কারাগারের ঘরে বসে টিভি দেখছেন বন্দি, আরামের বিছানায় শুয়ে। শুধু তাই নয়, দরকার হলে মোবাইল কানে লাগিয়ে কথাও বলছেন কারও সঙ্গে। সম্প্রতি বেঙ্গালুরুর জেল থেকে বন্দিদের এমন ‘লাক্সারি’ জীবনের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। প্রশ্নের মুখে পড়েছে ভারতের বেঙ্গালুরুর পারাপ্পানা আগরাহারা কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ।
এই সংশোধনাগারের দুই বন্দির জেলজীবন নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। দুই বন্দি হলেন তরুণ কোন্ডারু রাজু এবং উমেশ রেড্ডি। অভিযোগ, জেলের কুঠুরিতে সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছেন তারা। বারবার ভেঙেছেন জেলের নিয়ম।
তরুণের কক্ষে রয়েছে মোবাইল ফোন আর টিভির সুবিধা। সূত্রের খবর, একই রকম আয়েশ পান উমেশও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, জেলের ভেতর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন উমেশ। তার ঘরেও আছে টিভি। এমনকি পছন্দের খাবারও দেওয়া হয় তাকে।
আনন্দবাজারের খবর অনুযায়ী, গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে ১৪ কেজি সোনাসহ ধরা পড়েন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। সেই সোনার বাজারমূল্য ছিল সাড়ে ১২ কোটি টাকা। রান্যার বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় নগদ আড়াই কোটি টাকা এবং দু’কোটি টাকার সোনার গয়না।
এই সোনা পাচার মামলায় নাম জড়ায় তরুণের। অভিযোগ, তার সঙ্গে সিন্ডিকেট গড়ে সোনা পাচার করতেন রান্যা।
অন্যদিকে, উমেশের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। আদালতে তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা বিচারাধীন। আদালতের নির্দেশেই জেল খাটছেন তিনি। কিন্তু জেলে থেকেও আরামে দিন কাটাচ্ছেন উমেশ। অন্তত ভাইরাল ভিডিওতে তেমনটাই দেখা গেছে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন কারা বিভাগের ডিজি বি দয়ানন্দ।
