মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমালি অভিবাসীদের নিয়ে আরও উত্তপ্ত ও বিতর্কিত মন্তব্য করেছেন। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রে সোমালি অভিবাসীদের চান না এবং দাবি করেন যে তারা সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল ও দেশে কোনো অবদান রাখে না।
এই বক্তব্য এসেছে এমন এক সময়, যখন ফেডারেল কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সোমালি-আমেরিকান কমিউনিটির বসবাস মিনেসোটায় বড় ধরনের অভিবাসন অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।
ট্রাম্প তাঁর বৈঠকে বলেন, 'তারা কিছুই অবদান রাখে না। আমি তাদের আমাদের দেশে চাই না।' তিনি আরও দাবি করেন যে, সোমালিয়া নিজের কারণেই 'খারাপ' এবং সোমালি-আমেরিকানরা 'অনেক সমস্যা তৈরি করেছে।' তিনি ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ইলহান ওমরকে লক্ষ্য করে বলেন, 'ইলহান ওমর আবর্জনা। তার বন্ধুরা আবর্জনা। তাদের যেখান থেকে এসেছে সেখানে ফিরে যেতে দাও, গিয়ে নিজেদের দেশ ঠিক করুক।'
গত সপ্তাহে দীর্ঘদিন ধরে চলা সোমালি অভিবাসীদের জন্য বিশেষ নির্বাসন সুরক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পরই এই কটুক্তি আসে। এই সুরক্ষা প্রথম চালু হয় ১৯৯১ সালে, সোমালিয়ার গৃহযুদ্ধ শুরুর পর।
নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, পরিকল্পিত মিনেসোটা অভিযানটি মূলত মিনিয়াপোলিস-সেন্ট পল অঞ্চলের সেই সব সোমালি অভিবাসীদের লক্ষ্য করবে, যাদের বিরুদ্ধে চূড়ান্ত নির্বাসনের আদেশ রয়েছে। এতে শত শত মানুষ লক্ষ্য হতে পারেন এবং কর্মকর্তাদের দাবি, অভিযানের সময় অন্যরাও আটক হতে পারেন।
শহর ও রাজ্যের নেতারা ট্রাম্পের এই মন্তব্য এবং আসন্ন অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রাই বলেছেন, স্থানীয় পুলিশ ফেডারেল এজেন্টদের কোনো সহযোগিতা করবে না। তিনি সতর্ক করে বলেন, 'শুধুমাত্র সোমালি দেখানোর কারণে মার্কিন নাগরিকরাও আটক হতে পারেন।'
মিনেসোটা রাজ্যের ডেমোক্র্যাট গভর্নর টিম ওয়ালজ বলেছেন, ট্রাম্প প্রশাসন একটি গোটা জনগোষ্ঠীকে 'দানব' বানানোর চেষ্টা করছে। কমিউনিটি নেতারা বলেছেন, ট্রাম্পের বক্তব্য তাদের ভয় ও উদ্বেগের মধ্যে ফেলেছে এবং উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। মিনেসোটা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের তথ্য বলছে, মিনেসোটার প্রায় ৯৫ শতাংশ সোমালি বংশোদ্ভূত বাসিন্দাই মার্কিন নাগরিক।
ট্রাম্প সোমালি অভিবাসনকে জালিয়াতি ও জাতীয় নিরাপত্তা হুমকির সাথে যুক্ত করে সমালোচনা চালিয়ে যাচ্ছেন, যদিও ফেডারেল তথ্য বলছে, সোমালিয়া সংশ্লিষ্ট এমন ঘটনার সংখ্যা খুবই সীমিত।
