রেড কার্পেটে হাতে কেটলি আর চায়ের গ্লাস নিয়ে হাঁটছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিৎকার করে বলছেন, ‘চায়ে বোলো’! এআই দিয়ে তৈরি এমন একটা ভিডিও শেয়ার করে বিতর্কে জড়িয়েছে কংগ্রেস। আর এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে ক্ষমতাসীন বিজেপি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ভিডিওটা শেয়ার করেছেন কংগ্রেস নেত্রী রাগিনী নায়েক। ক্যাপশনে লিখেছেন, ‘এটা আবার কে করল?’
ভিডিওতে দেখা যাচ্ছে, স্যুট-বুট পরা মোদি রেড কার্পেটে হাঁটছেন। পেছনে নানা দেশের পতাকা। মনে হয় কোনো আন্তর্জাতিক সম্মেলনের ইঙ্গিত। মোদিকে বলতে শোনা যায়, ‘চাই বোলো, চাইয়ে।’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদি নিজেকে চা-ওয়ালা বলে পরিচয় দিতে পছন্দ করেন। বিভিন্ন রাজনৈতিক মঞ্চে ছোটবেলার এই ‘পেশা’র কথা তুলে ধরেন তিনি।

এমনকি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তুলনা করতে গিয়ে একবার বলেছিলেন, ‘২০১৪ সালে এক চা-ওয়ালাকে দায়িত্ব দিয়েছিলেন আপনারা। আমি কখনও নিজেকে অর্থনীতিবিদ দাবি করিনি। কিন্তু দেশবাসীর শক্তির ওপর আস্থা রেখেছি। দশম স্থান থেকে ভারতীয় অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।’
অনেকের ধারণা, মোদির এই চা-ওয়ালা পরিচয়কে খোঁচা দিতেই এই ভিডিও শেয়ার করেছে কংগ্রেস।

তবে এই ভিডিও দেখে ক্ষোভে ফুঁসে উঠেছে বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, ‘এলিট কংগ্রেস কঠোর পরিশ্রমী প্রধানমন্ত্রীকে মেনে নিতে পারছে না, যিনি ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি। ওরা আগেও চা-ওয়ালা বলে খোঁচা দিয়েছে। ১৫০ মিনিটেরও বেশি সময় ধরে উত্যক্ত করে গেছে। এমনকি বিহারে তার (মোদি) মা-কেও আক্রমণ করেছে। মানুষ ওদের ক্ষমা করবে না।’

 

news